• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনা নিরসনের উদ্যোগ নিল কাতার

  আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ১৯:২৮
কাতার
কাতারের রাজধানী দোহা (ছবি : মিডল ইস্ট মনিটর)

সৌদি আরবসহ সব প্রতিবেশী আরব দেশের সঙ্গে উত্তেজনা নিরসনের উদ্যোগ নিয়েছে কাতার। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডক্টর খালিদ বিন মোহাম্মদ আল আতিয়েহ রবিবার (১০ নভেম্বর) এই কথা জানিয়েছেন। খবর ‘মিডল ইস্ট মনিটরের’।

বিষয়টি নিশ্চিত করে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরাহমান আল থানি বলেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপে দোহায় সৌদি নাগরিকদের স্বাগত জানানো হবে। কাতার তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কখনোই কোনো দ্বন্দ্ব তৈরি করতে চায় না। শুধু তাই নয়, কাতার উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নাগরিকদের সফরের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করেনি। কিন্তু কাতারের ওপর অবরোধ আরোপকারী দেশগুলোর অবস্থান ঠিক উল্টো।

তিনি আরও জানান, তার দেশ অবরোধ আরোপকারী সৌদি জোটের সঙ্গে নিঃশর্ত আলোচনায় বসতে প্রস্তুত। তবে এতে অবশ্যই আন্তর্জাতিক আইন ও আলোচনায় অংশগ্রহণকারী সবকটি দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড