• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুকে ম্যাক্রোর সমালোচনা করে গায়ে আগুন দিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

  আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০১৯, ১৫:৫৫
ফ্রান্স
ওই শিক্ষার্থীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় (ছবি : বিবিসি)

ফ্রান্সের লিওনে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিজ গায়ে আগুন দিয়েছেন। বেশ কয়েকদিন ধরেই আর্থিক দৈন্যদশায় ভুগছিলেন তিনি। আগুন দেওয়ার আগে তিনি ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন। খবর ‘বিবিসির’।

রবিবার (১০ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২২ বছরের ওই যুবকের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। তার জীবন সংকটাপন্ন।

ওই বিশ্ববিদ্যালয় ছাত্র গায়ে আগুন লাগানোর আগে ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

ফেসবুক স্ট্যাটাসে ওই ছাত্র লেখেন, ‘ফ্রান্সে বর্তমানে বেঁচে থাকার জন্য প্রতি মাসে ৪৫০ ইউরো প্রয়োজন। যা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমার মৃত্যুর দায় সরকার ও ইইউর। তাদের কিছু ভুল পদক্ষেপের কারণেই আমাদের ভবিষ্যৎ অনিশ্চত হয়ে পড়েছে।’

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড