• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমরা সিরিয়ায় ঐক্য ও সংহতি চাই : এরদোগান

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১৭:৩৪
রিসেপ তাইয়্যেপ এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান (ছবি : পার্সটুডে)

সিরিয়া থেকে অন্য দেশ যতক্ষণ পর্যন্ত সেনা প্রত্যাহার করবে না ততক্ষণ তুর্কি সেনারাও দেশটিতে অবস্থান করবে বলে ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। পাশাপাশি সিরিয়ায় ঐক্য ও সংহতি বিরাজ করুক, এমনটিই চান বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় শুক্রবার (৮ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপে এই কথা বলেন তিনি। খবর ‘পার্সটুডের’।

এরদোগান সাংবাদিকদের বলেন, ‘যতক্ষণ পর্যন্ত একজন সন্ত্রাসীও সিরিয়ায় থাকবে ততক্ষণ আমরা সেখান থেকে সরে আসব না। শুধু তাই নয়, অন্য দেশের সেনারা যতক্ষণ পর্যন্ত সিরিয়া অবস্থান করবে, ততক্ষণ সেখান থেকে একজন সেনাও প্রত্যাহার করবে না তুরস্ক।

এ সময় তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা সিরিয়ায় ঐক্য ও সংহতি চাই। আমরা কখনোই চাই না সিরিয়া ভেঙে যাক।’

এরদোগান অনেকটা হুঁশিয়ারির সঙ্গেই জানান, তুরস্ককে না জানিয়ে কোনো দেশই সিরিয়ায় সেনা পাঠাতে পারবে না। কারণ সিরিয়ার সঙ্গে তুরস্কের সীমান্ত রয়েছে। রাশিয়া, ইরান কিংবা আমেরিকা কারও সঙ্গেই সিরিয়ার সীমান্ত নেই।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড