• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুক্তি পেলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১৪:৪৭
লুলা ডি সিলভা
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা (ছবি : দ্য ওয়াশিংটন পোস্ট)

প্রায় দেড় বছর বন্দি থাকার পর কারামুক্তি পেয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। দেশটির সর্বোচ্চ আদালতের দেওয়া এক রায়ের ভিত্তিতে শুক্রবার (৮ নভেম্বর) কুরিতিবার একটি কারাগার থেকে মুক্তি পান এই নেতা। খবর ‘দ্য ওয়াশিংটন পোস্ট’

গত বৃহস্পতিবার (৭ নভেম্বর) ব্রাজিলের সুপ্রিম কোর্ট একটি রুল জারি করে। এতে বলা হয়, যেসব বন্দি আপিল করার পরেও ব্যর্থ হয়েছেন, কেবল তারাই কারাভোগ করবেন, বাকিদের মুক্তি দেওয়া হবে। সুপ্রিম কোর্টের ওই রুলের প্রেক্ষিতে সাময়িকভাবে কারামুক্তি পেয়েছেন লুলা ডি সিলভা।

কারাগার থেকে মুক্তির পর লুলার সমর্থকরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। তার মুক্তির জন্য যারা আন্দোলন চালিয়ে গেছেন লুলা তাদের ধন্যবাদ জানান।

এ সময় লুলা অভিযোগ করেন, ব্রাজিলের উন্নতি হয়নি। অবস্থা আরও খারাপ হয়েছে। মানুষ না খেয়ে মরছে। চাকরি পাচ্ছে না।

সর্বশেষ নির্বাচনে পরাজিত হলে ৭২ বছর বয়সী এই নেতার বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে কারাদণ্ড দেন আদালত। ২০১৮ সালের এপ্রিলে আত্মসমর্পণ করার পর থেকে ১২ বছরের দণ্ড নিয়ে কারাগারে বন্দি ছিলেন তিনি।

২০০৩ ও ২০১১ সালের নির্বাচনে জয়ী হয়ে দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন লুলা ডি সিলভা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড