• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাবরি মসজিদ মামলার রায়

কে এই মুসলিম বিচারপতি আব্দুল নাজির? 

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১৪:৩২
আবদুল নাজির
বিচারপতি আবদুল নাজির (ছবি : সংগৃহীত)

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ শনিবার (৯ নভেম্বর) ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় ঘোষণা করেছেন। যেখানে পাঁচ সদস্যের মধ্যে একমাত্র মুসলমান বিচারপতি হচ্ছেন আবদুল নাজির।

তিনি ১৯৮৩ সালের ফেব্রুয়ারি মাসে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। এরপর টানা ২০ বছর কর্ণাটক হাইকোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

আবদুল নাজির ২০০৩ সালের ফেব্রুয়ারিতে একজন অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। ওই বছরেই স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান তিনি।

২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারক মনোনীত হন আবদুল নাজির। তখনকার প্রধান বিচারপতি জেএস খেহারসহ যে বেঞ্চ মুসলমানদের তিন তালাক প্রথাকে নৈতিকতাবিরোধী ধর্মতত্ত্ব বলে আখ্যায়িত করেন, সেখানেও নজির একমাত্র মুসলিম বিচারক হিসেবে ছিলেন।

কিন্তু সুপ্রিম কোর্ট ব্যক্তিগত আইনে হস্তক্ষেপ করতে পারে না। পরবর্তীকালে ভারতের কেন্দ্রীয় সরকার আইনপ্রণয়ন করে চূড়ান্তভাবে তিন তালাক প্রথা নিষিদ্ধ করে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড