• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লরিতে পাওয়া ৩৯ মৃত ব্যক্তির নামপরিচয় প্রকাশ

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১২:২৮
যুক্তরাজ্য
এই লরি থেকেই উদ্ধার করা হয় ৩৯ মৃতদেহ (ছবি : স্কাই নিউজ)

যুক্তরাজ্যের এসেক্সে লরিতে পাওয়া ৩৯ মৃত ব্যক্তির নামপরিচয় প্রকাশ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সহযোগিতায় প্রায় দুই সপ্তাহ পর নিশ্চিত হওয়া গেল তাদের পরিচয়। মৃতদের আঙুলের ছাপ, ডিএনএ, দাঁত ও শরীরের বিভিন্ন চিহ্ন দেখে পরিচয় নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা।

শনিবার (৯ নভেম্বর) পুলিশের বিবৃতির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মৃতদের মধ্যে বেশির ভাগের বয়স ২০ থেকে ৩০ বছর। এদের মধ্যে রয়েছে ১৫ বছর বয়সী দুই কিশোর, ১০ জনের বয়স ১৯-এর নিচে, দুজনের বয়স ৪০ এর কাছাকাছি। তারা সবাই ভিয়েতনামের মধ্যভাগ বা উত্তরাঞ্চল থেকে এসেছিলেন।

গত ২৩ অক্টোবর মধ্যরাতে ওয়াটারগ্লেড ইন্ডাস্ট্রিয়াল পার্ক এলাকায় একটি লরির কন্টেইনার থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রথমে তাদের সবাইকে চীনা নাগরিক মনে করা হলেও পরে জানা যায়, মৃতরা সবাই ভিয়েতনাম থেকে এসেছেন।

এসেক্সের পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ইতোমধ্যে মরদেহগুলো নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে।

এ দিকে গত ২৮ অক্টোবর লরিচালক মরিস রবিনসনকে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে নরহত্যাসহ বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড