• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাবরি মসজিদ মামলার রায় পড়া শুরু করেছেন প্রধান বিচারপতি 

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর ২০১৯, ১১:৩৪
ভারত
আদালত চত্বরে আইনজীবীরা (ছবি : আনন্দবাজার)

অবশেষে ঘোষণা করা হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায়। ইতোমধ্যে রায় পড়া শুরু করেছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। আধঘণ্টার মধ্যেই রায় পড়া শেষ হবে তার। এরপরেই জানা যাবে দীর্ঘদিন ধরে চলমান এই মামলা নিয়ে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত দিল ভারতের আদালত। খবর ‘এনডিটিভি’।

শনিবার (৯ নভেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে দশটা থেকে মামলার রায় পড়া শুরু করেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ এবং এস আব্দুল নাজির।

ঐতিহাসিক এই মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে বেশ সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এর মধ্যেই ভারতের উত্তরপ্রদেশে জারি করা হয়েছে ১৪৪ ধারা।

বহুল আলোচিত ও প্রায় সাত দশকের পুরোনো অযোধ্যার বাবরি মসজিদের ভূমির মালিকানা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ভারতের উত্তরপ্রদেশে বেশ উত্তেজনা তৈরি হয়েছে।

ইতোমধ্যে অতিরিক্ত চার হাজার সেনা মোতায়েন করা হয়েছে উত্তরপ্রদেশে। ৭৮টি রেল স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে উত্তরপ্রদেশের সব স্কুল-কলেজ।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড