• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

আকস্মিক বন্যায় আটকা পড়ে শপিং সেন্টারে রাত্রিযাপন ক্রেতাদের

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ২২:৪৬
যুক্তরাজ্য
শপিং সেন্টারের আশপাশের এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হয়ে যায় (ছবি : গার্ডিয়ান)

যুক্তরাজ্যের শেফিল্ডসে টানা বর্ষণে সৃষ্ট বন্যার কারণে বাধ্য হয়ে স্থানীয় একটি শপিং সেন্টারে রাত কাটাতে হয়েছে ক্রেতাদের। খবর ‘দ্য গার্ডিয়ান’।

খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) টানা বর্ষণে অঞ্চলটিতে সড়কে যান চলাচল অসম্ভব হয়ে পড়ে। ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এক পর্যায়ে সৃষ্টি হয় বন্যা। এমন পরিস্থিতিতে মিডোহল শপিং সেন্টারে কেনাকাটায় ব্যস্ত থাকা ক্রেতারা আটকে পড়েন। শপিং সেন্টারের আশপাশের এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হওয়ায় তারা বাধ্য হয়ে রাত কাটান সেখানে।

আটকা পড়াদের মধ্যে হ্যারিয়েত ফুলেন নামের ১৬ বছরের এক কিশোরীও ছিলেন। তিনি বলেন, বড়দিনের উৎসবের জন্য কেনাকাটা করতে মিডোহলে এসেছিলাম। সড়কে পানির জন্য যান ও ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আর এ কারণে বাধ্য হয়ে শপিং সেন্টারের ভেতরেই রাত কাটাতে হয়েছে। আমার সঙ্গে আরও ৫০-৬০ জন ছিলেন।

ওই কিশোরী আরও বলেন, আমাদের কম্বল ও বালিশ কিনতে হয়েছে। খাবার এবং পানিও কিনতে হয়েছে নিজেদেরকেই।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড