• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিবসেনার সঙ্গে ক্ষমতা ভাগাভাগির জেরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ 

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ২০:৩৩
ভারত
গভর্নর ভাগত সিং কোশিয়ারির কাছে পদত্যাগপত্র জমা দেন ফড়নবিস (ছবি : এনডিটিভি)

শিবসেনার সঙ্গে ক্ষমতা ভাগাভাগির জেরে পদত্যাগ করলেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। পদত্যাগের আগে নতুন সরকার গঠনের ব্যাপারে কিছুই জানাননি তিনি। খবর ‘এনডিটিভি’

শুক্রবার (৮ নভেম্বর) গভর্নর ভাগত সিং কোশিয়ারির সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দেন ফড়নবিস।

পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি বলেন, শিবসেনা মহারাষ্ট্রে ক্ষমতা ভাগাভাগির কথা বলছে। গত ১৫ দিন ধরে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে যে কথাগুলো বলছেন সেগুলোর কোনো যৌক্তিকতা নেই। কারণ আমরা তাদের এমন কোনো প্রতিশ্রুতি দিইনি।

এ সময় তিনি আরও বলেন, আমার উপস্থিতিতে কখনো মুখ্যমন্ত্রীর মেয়াদের পাঁচ বছরের আড়াই বছর তাদের দেওয়ার বিষয়ে আলোচনা হয়নি।

গত ২৪ অক্টোবর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে মহারাষ্ট্রে ক্ষমতা ভাগাভাগির কথা উল্লেখ করেন।

ক্ষমতা ভাগাভাগির একটি উল্লেখযোগ্য দিক হলো পাঁচ বছরের মধ্যে আড়াই বছর শিবসেনার হাতে ক্ষমতা থাকবে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড