• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আদালতে আইনজীবীদের হেনস্তার শিকার নারী পুলিশ, ভিডিও ভাইরাল

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৭:০৯
ভারত
সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া ওই মুহূর্তের ছবি (ছবি : সংগৃহীত)

ভারতের দিল্লির একটি আদালত চত্বরে এক নারী পুলিশ কর্মকর্তাকে শত শত আইনজীবী হেনস্তা করেছে বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ওই মুহূর্তে ধারণ করা সিসিটিভি ফুটেজের ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শুক্রবার (৮ নভেম্বর) ‘আনন্দবাজার পত্রিকা’ জানিয়েছে, দিল্লির তিস হাজারি আদালত চত্বরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই নারী পুলিশ কর্মকর্তার নাম মনিকা ভরদ্বাজ। তিনি দিল্লির ডিসিপি।

আদালত চত্বরে গাড়ি পার্ক করাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এ দিকে হেনস্তার শিকার হওয়া ওই নারী পুলিশ কর্মকর্তার অভিযোগ, সেদিন কয়েকজন আইনজীবী অনেকটা ইচ্ছেকৃতভাবে আদালত চত্বরে অবস্থান করা পুলিশদের সঙ্গে ঝামেলায় জড়ান। এ সময় তার অধঃস্তন এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার হারিয়ে গেছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, একদল আইনজীবী মনিকা ভরদ্বাজ নামের ওই নারী পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরেন। এমন সময় তাকে বাঁচানোর জন্য ছুটে আসেন কয়েকজন পুলিশকর্মী। আর কোনো রকমে আইনজীবীদের হাত থেকে ওই কর্মকর্তাকে উদ্ধার করা হয়।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড