• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

হঠাৎ সৃষ্ট ভয়ঙ্কর দাবানলে বিপর্যস্ত অস্ট্রেলিয়া (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৬:০৪
অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ায় দাবানল নিয়ন্ত্রণে আনতে আকাশ থেকে পানি ছিটানো হচ্ছে, ছবি: বিবিসি

হঠাৎ সৃষ্ট ভয়ঙ্কর দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালশ অঙ্গরাজ্য। শুক্রবার এই দাবানল আরও ব্যাপক আকার ধারণ করে। এটি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল বাহিনীর কর্মীরা। একই সঙ্গে আকাশ থেকে ছিটানো হচ্ছে পানি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, সর্বোচ্চ পর্যায়ের দাবানল হঠাৎ করে ছড়িয়ে পড়েছে বলে দাবি করছে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ। এতে দেশটির নিউ সাউথ ওয়ালশ অঙ্গরাজ্য হুমকিতে পড়েছে। অঙ্গরাজ্যটিতে অন্তত ৯০টি দাবানলের সৃষ্টি হয়েছে।

বাতাসের কারণে দাবানলের তীব্রতা আরও বেড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে অঞ্চলটির তাপমাত্রা পৌঁছেছে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। দাবানল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে মূলত খরা আক্রান্ত এলাকাগুলোতে।

বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, হঠাৎ সৃষ্ট দাবানলে অনেক বাসিন্দা আটকা পড়েছেন। আগুনের তীব্রতার কারণে তাদের কাছে পৌঁছাতে পারছে না উদ্ধার কর্মীরা।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড