• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার পূর্ব সীমান্তে সামরিক অভিযান শুরু করল তুরস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ নভেম্বর ২০১৯, ১৫:২৪
তুরস্ক
নতুন অভিযানে তুর্কি সামরিকবাহিনীর সদস্যরা, ছবি : আনাদুলো এজেন্সি

সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান শেষ করার পর এবার নিজেদের পূর্ব সীমান্তে অভিযান শুরু করেছে তুরস্ক। নতুন এই সামরিক অভিযানের নাম ‘অপারেশন কিরণ-৫’। শুক্রবার এই অভিযান শুরু হয়।

তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী অপারেশন কিরণ-৫ শুরুর ঘোষণা দেন। দেশের পূর্ব সীমান্তে এই অভিযান শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে ২ হাজার ৬২৫ জন সামরিক সদস্য এবং ১৭৯টি ইউনিট।

স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, তুরস্কের পূর্ব সীমান্তে দিয়ারবাকির, বিঙ্গল এবং মুস প্রদেশে অভিযান পরিচালিত হবে। অঞ্চলগুলো থেকে সন্ত্রাসীদের তাড়াতেই এমন অভিযান শুরু করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযান শুরু করে তুরস্ক। ওই অভিযানের উদ্দেশ্য ছিল অঞ্চলটিকে কুর্দিমুক্ত করা। কয়েকদিন আগে অভিযান শেষ হলেও এখনো অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড