• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজাদি মার্চ নিয়ে ভয় নেই : ইমরান খান

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ২২:২৫
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ছবি : জিও নিউজ

ক্ষমতাসীন দলকে সরাতে শুরু হওয়া বিরোধীদের আজাদি মার্চ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বলে উল্লেখ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার দলের সংসদ সদস্যদের বিষয়টি নিয়ে অভয় দেন তিনি।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার নিজ দলের (পিটিআই) সংসদ সদস্যদের নিয়ে বৈঠকে বসেন ইমরান খান। এ সময় আজাদি মার্চে ভয় পাওয়ার কিছু নেই বলে উল্লেখ করেন তিনি।

ইমরান খান বলেন, এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে। মজুতদারদের জন্য পাকিস্তান কৃত্রিম মুদ্রাস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে। এটারও সমাধান করা হবে। করাচির কথা উল্লেখ করে তিনি বলেন, অঞ্চলটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। আমি দ্রুতই সেখানে যাব।

প্রসঙ্গত, পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে তাকে ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বলছে বিরোধীরা। সরকার বিরোধী এই আন্দোলনের নাম দেওয়া হয়েছে আজাদি মার্চ, যা ইতোমধ্যে ব্যাপক আকার ধারণ করেছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড