• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জোর করে মেয়রের চুল কেটে দিল আন্দোলনকারীরা (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ২০:০৬
বলিভিয়া
আন্দোলনকারীদের তোপের মুখে বলিভিয়ার মেয়র, ছবি : বিবিসি

বলিভিয়ায় বিরোধী দলের আন্দোলনকারীদের শিকার হয়েছেন দেশটির এক শহরের মেয়র। তাকে এ সময় জোর করে খালি পায়ে রাস্তায় নিয়ে আসে বিক্ষুব্ধরা। এরপর সারা শরীরে লাল রং মেখে জোর করে তার চুল কেটে দেয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আন্দোলনকারীদের তোপের মুখে পড়া বলিভিয়ার ওই মেয়রের নাম প্যাট্রিসিয়া অ্যার্সি। বিক্ষোভকারীরা চুল কেটে দেওয়ার কয়েক ঘণ্টা পর পুলিশে সোপর্দ করে তাকে।

বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের কারণে বলিভিয়ার ক্ষমতাসীন ও বিরোধীদলের মধ্যে সহিংস সংঘর্ষ চলছেই। এসব সংঘর্ষে এখন পর্যন্ত ৩ জন মারা গেছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।

জানা গেছে, বলিভিয়ার মধ্যাঞ্চলের ভিন্টো শহরের একটি ব্রিজ অবরোধ করে রেখেছিল সরকার বিরোধী আন্দোলনকারীরা। এ সময় দুই আন্দোলনকারীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। ফলে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। পরবর্তীতে তারা শহরের মেয়রকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে এসে শরীরে রং মাখিয়ে দেয়। সঙ্গে জোর করে চুলও কেটে দেয়।

ভিন্টো শহরের মেয়র প্যাট্রিসিয়া অ্যার্সি আন্দোলনকারীদের হাতে কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড