• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

মাঝ সাগরে ১৬ সঙ্গীকে হত্যা করল উত্তর কোরিয়ার দুই জেলে

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ১৮:২৬
উত্তর কোরিয়া
উত্তর কোরিয়ার একটি মাছ ধরার নৌকা (ছবি : বিবিসি)

উত্তর কোরিয়ার দুই জেলে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাদের সঙ্গে একই মাছ ধরার নৌকায় থাকা ১৬ জনকে হত্যা করেছে। ইতোমধ্যে নিজেদের অপরাধও স্বীকার করেছে ওই দুই জেলে।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতির বরাত দিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) এই খবর প্রকাশ করেছে ‘বিবিসি’।

জানা গেছে, তারা সবাই একই নৌকাতে করে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। সমুদ্রপথে উত্তর কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার দিকে যাচ্ছিলেন তারা। আর যাত্রার মাঝপথেই ১৬ সঙ্গীকে নির্মমভাবে হত্যা করে ওই দুই জেলে।

‘বিবিসি’ জানিয়েছে, হত্যার পর ওই দুই জেলে দক্ষিণ কোরিয়ার কাছে আশ্রয় চেয়েছিল। কিন্তু তাদের দেশদ্রোহী ও অপরাধী আখ্যা দিয়ে আশ্রয় দেয়নি দক্ষিণ কোরিয়া সরকার।

এ দিকে উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হত্যাকারী দুই জেলে ইতোমধ্যে নিজেদের অপরাধ স্বীকার করেছে। গত মাসের (অক্টোবর) শেষ সপ্তাহে তারা প্রথমে ক্যাপ্টেনকে হত্যা করে। এরপর একে একে ওই মাছ ধরার নৌকাতে থাকা অপর জেলেদেরও হত্যা করে তারা।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড