• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশকে দুর্নীতিমুক্ত করার আগে পদত্যাগ করব না : মাহাথির

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ১৭:০৪
মাহাথির মোহাম্মাদ
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ (ছবি : বিবিসি)

মালয়েশিয়ায় চলমান সব সমস্যার সমাধান করে তবেই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ। বুধবার (৬ নভেম্বর) একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর ‘দ্য স্ট্রেইটস টাইমস’।

ওই সাক্ষাৎকারে মাহাথির মোহাম্মদ জানান, তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। মালয়েশিয়ায় উন্নয়নের নামে হাজার হাজার কোটি রিঙ্গিত লুটপাট হয়েছে, দেশে এখনো অনেক মানুষ দুর্নীতিগ্রস্ত। আর এসব সমস্যার সমাধান না করে তিনি পদত্যাগ করবেন না।

তার ভাষায়, মালয়েশিয়াকে পুরোপুরি দুর্নীতিমুক্ত করার পরই আমি পদত্যাগের কথা চিন্তা করব। তাই এই মুহূর্তে পদত্যাগের ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ বলা আমার পক্ষে সম্ভব নয়।

ওই সাক্ষাৎকারে মাহাথির আরও বলেন, ‘জনগণ আমাকে মনোনীত করেছে। আর আমার নিজেরও অর্থনৈতিক সমস্যা সমাধানের কিছু অভিজ্ঞতা রয়েছে। তাই আমি নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মালয়েশিয়ায় বিরাজমান অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করে যেতে চাই।’

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড