• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্প-এরদোগান বহুল আকাঙ্ক্ষিত বৈঠক ১৩ নভেম্বর 

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ১৫:০৪
ট্রাম্প ও এরদোগান
ডোনাল্ড ট্রাম্প ও রিসেপ তাইপে এরদোগান (ছবি : রয়টার্স)

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। এরদোগানের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির মাধ্যমে ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর সফরের অংশ হিসেবে আগামী ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন এরদোগান। খবর 'রয়টার্স'।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের পক্ষ থেকে করা এক টুইট বার্তায় বলা হয়েছে, বুধবার (৬ নভেম্বর) ট্রাম্প এবং এরদোগানের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে। তারা আসন্ন বৈঠকের ব্যাপারে কথা বলেছেন। ওয়াশিংটনে এই দুই নেতা বৈঠক করবেন। এরদোগানকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন ট্রাম্প।

আলাদা টুইটে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই ফোনালাপে তারা সিরিয়া-তুরস্ক সীমান্ত, সন্ত্রাসবাদ নির্মূল এবং আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন।

পাশাপাশি আগামী আগামী ১৩ নভেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট এরদোগানকে দেখার অপেক্ষায় রয়েছেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড