• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানকে ছোট করতে কুর্দিদের সহায়তায় ইসরায়েল

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ১৪:১৪
কুর্দি পরিবার
তুরস্কের সামরিক অভিযানে গৃহহীন হয়ে পড়া কুর্দি পরিবার (ছবিসূত্র : ইয়াহু ফিনান্স)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে তুরস্কের চলমান অভিযানে তছনছ হয়ে পড়া কুর্দি বিদ্রোহীদের সহায়তার এবার হাত বাড়িয়ে দিয়েছে অঞ্চলটির দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল। এর মাধ্যমে মূলত ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ছোট করা হচ্ছে। একই সঙ্গে অঞ্চলটিতে তাদের প্রভাবের পাল্টা ভারসাম্য তৈরি ও মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে ইহুদিদের এই উদ্যোগ বলে দাবি বিশ্লেষকদের।

বুধবার (৬ নভেম্বর) ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী জিপি হটোভলি পার্লামেন্টে দেওয়া ভাষণে বলেছেন, ‘গত অক্টোবর মাসে সিরিয়ার উত্তরাঞ্চল থেকে হাজারখানেক মার্কিন সেনা প্রত্যাহারের পর স্থানীয় ওয়াইপিজি যোদ্ধাদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। যা সম্পূর্ণ অনৈতিক।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দীর্ঘদিন যাবত অঞ্চলটিতে তাণ্ডব চালানো ইসলামি স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে চলমান লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে কুর্দি যোদ্ধারা এরই মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছে। মার্কিন প্রশাসন তাদের এই সেনা প্রত্যাহারের মাধ্যমে গোষ্ঠীটির সঙ্গে ভীষণ প্রতারণা করেছে।’

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দখলদার রাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রকাশ্য দ্বিমতের ঘটনা একদমই বিরল। ইসরায়েলি উপপররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্যের মাধ্যমে বিষয়টি হয়তো বা আরও বড় আকার ধারণ করতে পারে।

আরও পড়ুন :- ইয়েমেন ইস্যুতে সৌদি-আমিরাতের চুক্তি : ইরানের প্রত্যাখ্যান

যদিও কুর্দি বিদ্রোহীদের এরই মধ্যে সাহসী যোদ্ধা বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু বলেছেন, ‘কুর্দি গেরিলারা ইতোমধ্যে সিরীয় মিত্র ও তুর্কিদের জাতিগত নিধনের কবলে পড়েছে। তাই গোষ্ঠীটির ভেতর আমরা গভীর যন্ত্রণা দেখতে পেয়েছি। এখন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে তাদের সহায়তা করা হবে।’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড