• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আচমকা সৌদি বাদশাহর কাছে চিঠি পাঠালেন ইরানি প্রেসিডেন্ট

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ০৯:২৮
প্রেসিডেন্ট রুহানি
ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবিসূত্র : দ্য তেহরান টাইমস)

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এবার একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে অঞ্চলটির তেল সমৃদ্ধ রাষ্ট্র ইরান ও সৌদি আরব। যার অংশ হিসেবে এবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের কাছে চিঠি লিখেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।

ঐতিহাসিক এই চিঠিতে তিনি আঞ্চলিক শান্তি স্থাপনে সৌদি বাদশাহর প্রতি আহ্বান জানিয়েছেন।

ইরানি বার্তা সংস্থা ‘তাসনিম নিউজ’ এক প্রতিবেদনে জানায়, সোমবার (৪ নভেম্বর) রাজধানী তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রুহানির মুখপাত্র আলী রাবি ঐতিহাসিক এই চিঠির বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে আলী রাবি বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বিরাজের লক্ষ্যে সৌদি বাদশাহ বরাবর প্রেসিডেন্ট রুহানি একটি চিঠি পাঠিয়েছেন। যেখানে তিনি তেহরান-রিয়াদ মধ্যকার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য বাদশাহ সালমানের প্রতি আহ্বান জানান।’

প্রেসিডেন্ট রুহানির এই মুখপাত্র আরও বলেন, ‘আমরা মনে করি আঞ্চলিকভাবে আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে দ্বি-পাক্ষিক সম্পর্ক স্থাপন করা যেতে পারে। কেননা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে দূরত্ব সৃষ্টি করা কখনোই উচিত নয়।’

তিনি বলেন, ‘এবার গালফ কোঅপারেশন কাউন্সিল (পিজিসিসি) সদস্যভুক্ত রাষ্ট্র এবং অঞ্চলটির আরেক মুসলিম অধ্যুষিত প্রতিবেশী ইরাকের কাছেও প্রেসিডেন্ট রুহানির পক্ষ থেকে এমনই একটি চিঠি পাঠানো হয়েছে।’

আরও পড়ুন :- অবশেষে চুক্তি ভেঙেই পরমাণু কর্মসূচি চালু করল ইরান

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে চিঠির বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। যেখানে বলা হয়, জাতিসংঘের সদ্য সমাপ্ত ৭৪তম সাধারণ অধিবেশনে ‘হরমুজ প্রণালিতে শান্তি প্রতিষ্ঠার’ আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট রুহানি একটি ভাষণ দিয়েছিলেন। মূলত এরপর আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য উচ্চ পর্যায়ের এই চিঠিগুলো লেখেন তিনি।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড