• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও পাক-ভারত উত্তেজনা, চলছে গোলাগুলি

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর ২০১৯, ২২:৩৯
ভারত-পাকিস্তান
কাশ্মীর সীমান্তে পাক-ভারত উত্তেজনা, ছবি : ইন্ডিয়া টুডে

ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের (জম্মু-কাশ্মীর) বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর থেকে পাক-ভারত উত্তেজনা কিছুতেই কমছে না। বুধবারও দেশ দুটির সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। এখনো এই গোলাগুলি চলছে বলে জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের খাটুয়া জেলার হরিনগর সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। এ সময় ভারতকে লক্ষ্য করে গুলি ও মর্টার শেল ছোঁড়ে পাক সেনারা।

পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী শুধু ভারতীয় সেনাদের লক্ষ্য করেই গুলি চালায়নি বরং বেসামরিক লোকদেরও তারা টার্গেট করেছে বলে দাবি করে ভারত। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কিছু জানায়নি পাকিস্তান।

এ দিকে পাক সেনাদের গুলি ও মর্টার হামলার জবাব দিয়েছে ভারত। তারাও পাকিস্তানকে লক্ষ্য করে গুলি ও মর্টার শেল নিক্ষেপ করেছে। দুপক্ষের এই গোলাগুলি এবং মর্টার শেল নিক্ষেপে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবারও ভারত-পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়। তখনও কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড