• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবশেষে চুক্তি ভেঙেই পরমাণু কর্মসূচি চালু করল ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর ২০১৯, ১০:১৭
হাসান রুহানি
বক্তব্য রাখছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি (ছবিসূত্র : এমএসএন)

নিজেদের পরমাণু কর্মসূচি বন্ধের জন্য ২০১৫ সালে বিশ্বের ছয় পরাশক্তির সঙ্গে একটি আন্তর্জাতিক চুক্তি করেছিল মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরান। এবার তা লঙ্ঘনের মাধ্যমে পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

সোমবার (৪ নভেম্বর) তেহরানে দেওয়া এক ভাষণে তিনি বলেছেন, ‘রাজধানীর নিকটবর্তী ফরদাও নামে একটি ভূগর্ভস্থ স্থাপনা থেকে এরই মধ্যে প্রায় এক হাজারেরও বেশি সেন্ট্রি ফিউজের ভেতর গ্যাস ভরা শুরু করেছে। মূলত এর মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ফের সক্রিয় হচ্ছে।’

প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, ‘সমৃদ্ধ এসব ইউরেনিয়াম এমন এক ধরনের পদার্থ যা মূলত পারমাণবিক চুল্লির বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। অনেক সময় তা দিয়ে আবার পারমাণবিক অস্ত্রও তৈরি করা যায়। ইরান এখন থেকে যে সব পদক্ষেপ নেবে তা আর থামানো সম্ভব নয়।’

যদিও এবার নিজেদের পরমাণু কর্মসূচি বাতিল প্রসঙ্গেও কথা বলেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেন, ‘যখনই ঐতিহাসিক এই চুক্তি স্বাক্ষরকারী অন্যান্য পক্ষগুলো তাদের অঙ্গীকার পূরণ করবে, ঠিক তখনই আমরা সেন্ট্রি ফিউজে গ্যাস ভরার কার্যক্রম স্থগিত করব।’

এর আগে ২০১৫ সালের জুন মাসে ভিয়েনায় তেহরানের সঙ্গে নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য রাষ্ট্র (পি-ফাইভ) যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন এবং বাহির থেকে আসা জার্মানি চুক্তিটি স্বাক্ষর করেছিল। যেখানে রাষ্ট্রগুলোর প্রধানরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম অব্যাহত রাখার বিষয়ে তাদের মত দিলেও তারা পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে প্রতিশ্রুতি দেন।

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত এই চুক্তিটিকে এরই মধ্যে একটি ‘ক্ষয়িষ্ণু এবং পচনশীল’ বলে আখ্যায়িত করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার প্রেক্ষিতে গত বছরের মে মাসে তিনি সেখান থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে আনেন।

আরও পড়ুন :- প্যারিস জলবায়ু চুক্তি থেকে অবশেষে সরে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যদিও পরবর্তীকালে একই বছরের নভেম্বর মাস থেকে তেহরানের তেল বাণিজ্যসহ দেশটির বিভিন্ন খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা পুনর্বহাল করে ওয়াশিংটন। যা এখনো অব্যাহত আছে। তবে ইউরোপীয় জোটগুলো মুখে চুক্তিটিকে বাস্তবায়নের কথা বললেও মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে কার্যত তারা কোনো পদক্ষেপই নিতে পারেনি। দীর্ঘদিন যাবত এমনটাই অভিযোগ করে আসছে ইরান।

সূত্র : ‘বিবিসি বাংলা’

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড