• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বুরকিনা ফাসোয় সন্ত্রাসী হামলায় নিহত ১০

  আন্তর্জাতিক ডেস্ক

০৬ নভেম্বর ২০১৯, ০৯:৩২
সন্ত্রাসী হামলা
হামলাস্থল পরিদর্শন করছেন পুলিশ সদস্যরা (ছবিসূত্র : পেইন্টার্স)

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় মালি সীমান্তবর্তী একটি নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসী হামলা চালিয়েছে স্থানীয় জঙ্গিরা। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। যাদের মধ্যে পাঁচ বেসামরিক ও পাঁচ পুলিশ সদস্য ছিলেন। তাছাড়া আহত হয়েছেন আরও বেশকিছু লোক।

নিরাপত্তা সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা ‘এএফপি’ জানায়, পশ্চিম আফ্রিকার এই দেশটির সেনারা মূলত জিহাদিদের বিরুদ্ধে লড়াই করছে। আর এ যুদ্ধে এখন পর্যন্ত শত শত লোকের প্রাণহানি হয়েছে। যদিও সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে এটি হচ্ছে সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা।

এ দিকে নিরাপত্তা বাহিনীর একজন মুখপাত্র বলেন, ‘মঙ্গলবার (৫ নভেম্বর) ভোররাতে অস্ত্রধারী বেশ কয়েকজন জঙ্গি আওয়ারসির একটি পুলিশ ফাঁড়িতে প্রথম হামলাটি চালায়।’

তিনি আরও বলেছেন, ‘প্রায় কয়েক ঘণ্টা যাবত চলা এই বন্দুকযুদ্ধের পর হামলাকারী জঙ্গিরা ফাঁড়ির ভিতরে ঢুকে পড়ে। এবারের হামলায় দুর্ভাগ্যজনকভাবে আমরা পাঁচ পুলিশ সদস্যকে হারিয়েছি। এতে আরও কমপক্ষে পাঁচ বেসামরিকের প্রাণহানি হয়। যারা স্থানীয় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করত।’

অপর দিকে উদালান প্রদেশের সেই ফাঁড়ির আশপাশের নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে জোরদার করা হয়েছে। তাছাড়া হামলায় ফাঁড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। মর্মান্তিক এই হামলার জন্য এখন পর্যন্ত কোনো গোষ্ঠী কিংবা সংগঠন দায় স্বীকার না করলেও এতে স্থানীয় জঙ্গিদেরই দায়ী করছে প্রশাসন।

আরও পড়ুন :- বাগদাদে বিক্ষোভ : একদিনেই নিহত ১৩

এর আগে গত রবিবার (৩ নভেম্বর) দেশটির উত্তরাঞ্চলে জিহাদিদের হামলায় ডেপুটি মেয়রসহ অন্তত চারজনের প্রাণহানি হয়। এতে গুরুতর আহত হন আরও বেশকিছু লোক। যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড