• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৃত্যুঝুঁকিতে অ্যাসাঞ্জ, আশঙ্কা জাতিসংঘের

  আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর ২০১৯, ১৫:৫৭
জুলিয়ান অ্যাসাঞ্জ
লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে জুলিয়ান অ্যাসাঞ্জকে জোরপূর্বক বের করে নিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। (ছবিসূত্র : সিএনবিসি)

যুক্তরাজ্যের কারাগারে বন্দি মার্কিন গোপন দলিল ফাঁসের আলোচিত বিকল্প ধারার সংবাদমাধ্যম উইকিলিকসের সহপ্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জার জীবন শঙ্কার মধ্যে রয়েছে। শনিবার (২ নভেম্বর) এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন নিলস মেলজার নামে জাতিসংঘের একজন বিশেষজ্ঞ।

অ্যাসাঞ্জার মৃত্যুঝুঁকির আশঙ্কা প্রকাশ করে সেই বিশেষজ্ঞ বলেছেন, ‘কারাগারে বন্দি অবস্থায় যেভাবে অ্যাসাঞ্জার দিন কাটছে, তাতে ক্রমশ তার মৃত্যুঝুঁকি তৈরি হচ্ছে। যে কারণে ক্ষমতাশালীদের অপকর্ম উন্মোচন ও বিশ্বব্যাপী তথ্য অধিকারের প্রতীক হিসেবে পরিণত হওয়া এই ব্যক্তিকে নিয়ে যুক্তরাজ্যের মনোভাব বদলানো প্রয়োজন।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘কারাবন্দি অ্যাসাঞ্জার প্রাপ্ত স্বাস্থ্যগত তথ্য থেকে এই ইঙ্গিতই পাওয়া যাচ্ছে যে, তিনি মারাত্মক উদ্বেগ, চাপ এবং অসহায়ত্বে ভোগছেন। যে কারণে তার স্বাস্থ্য ক্রমশ ভেঙে পড়তে শুরু করেছে। সুনির্দিষ্ট অনুমান দাঁড় না করা গেলেও এ ধরনের লক্ষণ খুব দ্রুতই কার্ডিওভাসকুলার ব্রেকডাউন কিংবা স্নায়ুতন্ত্র বিকলের মতো জীবনের হুমকি হয়ে দাঁড়াতে পারে।’

জাতিসংঘের এই বিশেষজ্ঞের মতে, যুক্তরাজ্য দ্রুত যদি তার অমানবিক পরিস্থিতির পরিবর্তন কিংবা নিরসন না করে; সেক্ষেত্রে অ্যাসাঞ্জার ওপর চলমান স্বেচ্ছাচার এবং নিপীড়ন দ্রুতই তার মৃত্যুর কারণ হতে পারে।’

কারাবন্দি অ্যাসাঞ্জর মুক্তি দাবি করে নিলস ম্যাকেঞ্জ বলেন, ‘কোনো ধরনের কাল বিলম্ব না করে শিগগিরই তার স্বাস্থ্য পুনর্গঠন এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে ফেরার সুযোগ দেওয়া উচিত।’

আরও পড়ুন :- ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্রের জবাবে গাজায় ইসরায়েলি বিমান হামলা

এর আগে ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে ছিলেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। পরে দীর্ঘ সাত বছর আশ্রিত থাকার পর অবশেষে গত ১১ এপ্রিল দূতাবাস থেকেই জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করা হয়। মূলত এর মাধ্যমেই সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী এই ব্যক্তির কারাজীবন নাটকীয়ভাবে শুরু হয়।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড