• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিশুতোষ ছড়া : ‘খাঁটিকথা’

  অমিয় আদক

১৪ মার্চ ২০২০, ১৪:২৮
কবিতা
আমি তো পাইনি ভয়, ভয়কে করেছি জয় (ছবি : সংগৃহীত)

জায়গাটা খাগড়া, ভূতেদের আখড়া। সেখানে হয়না ভাই ভূতেদের ঝগড়া। যেই গেছি আখড়ায়, আমাকেই পাকড়ায় ভূতের চৌকিদার, সে কেবল দাবড়ায়। আমি তো পাইনি ভয়, ভয়কে করেছি জয়। আমি বলি, ‘রাজা কই? আমি চাই সাক্ষাৎ, এখুনি করতে চাই তার সাথে মোলাকাৎ।’ অমনি চৌকিদার করে ওঠে চিৎকার, ‘রাজার সঙ্গে দেখা হবে না এখন আর।’ আমি বলি, ‘কী ব্যাপার! কেন দেখা হবে না? রাজা কি ব্যস্ত খুব? সময় কি পাবে না?’ পাকিয়ে শুকনো চোখ বলল চৌকিদার, ‘রাজার তো এখনি, সময়টা ঘুমোবার।’ ‘এমন সময় ঘুম? জাগবে কখন রাজা? অভাব ও অভিযোগ কখন জানাবে প্রজা?’ শুনেই আমার কথা বলল চৌকিদার, ‘ভূতের রাজত্বে অভাব কিসের আর? নেই কোন ঝগড়া নেই কোন অভিযোগ, শান্তিতে সবে আছে, নেই কোন অনুযোগ। তুমি ভাই ফিরে গিয়ে সবাইকে বলে দাও, শান্তিতে থাকতে ভূতের রাজ্যে যাও।’ আমি মনে ভাবলাম, কথাটা তো সত্যি, খাঁটি কথা এতে ভুল নেই একরত্তি।

আরও পড়ুন : সুকুমার রায়ের ‘আবোল তাবোল’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড