• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

কাগজের রঙিন ফুল বানাবে যেভাবে

  নিশীতা মিতু

২৮ নভেম্বর ২০১৯, ১১:২১
ফুল
ছবি : সংগৃহীত

তোমার ঘরে কত খেলনা আছে? তার মধ্যে নিজে বানিয়েছ কয়টি? নিজের বানানো খেলনাগুলো দিয়ে খেলতে কিন্তু একটু বেশিই মজা লাগে। আচ্ছা, তোমার প্রিয় খাবারের তালিকায় কি আইসক্রিম আছে? চকবার কিংবা ললি খাবার পর তার কাঠের স্টিকটা তো ফেলেই দাও তাই না?

কেমন হয় এই স্টিকের সঙ্গে কাগজ জুড়ে যদি বানিয়ে ফেলা যায় রঙিন ফুল? চল আজ সেটিই শিখে নেওয়া যাক-

যা যা লাগবে-

● আইসক্রিমের স্টিক ● পছন্দমতো রঙিন কাগজ ● কেঁচি ● আঠা ● তুলা ● রং

যেভাবে তৈরি করবে-

ধাপ ১- প্রথমে তুলা দিয়ে ছোট্ট বল বানিয়ে তা রঙ করে শুকাতে রেখে দাও।

ধাপ ২- কেঁচির সাহায্যে রঙিন কাগজগুলোকে নিজের ইচ্ছেমতো কেটে পাপড়ি বানাও। একটি ফুলের জন্য ৫ থেকে ৮টি পাপড়ি লাগে।

ধাপ ৩- আইসক্রিমের এক মাথায় আঠা লাগিয়ে এক এক করে পাপড়িগুলো লাগিয়ে দাও।

ধাপ ৪- আগে বানানো তুলার বল ফুলের মাঝ বরাবর লাগিয়ে দাও আঠার সাহায্যে।

ধাপ ৫- সবুজ কাগজ কেটে পাতা বানিয়ে তা লাগিয়ে নাও স্টিকের মাঝামাঝি অংশে।

ব্যস, তোমার রঙিন ফুল তৈরি।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড