• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজেই বানাও রঙিন মাছ

  অধিকার ডেস্ক

২৭ নভেম্বর ২০১৯, ১১:১১
মাছ
ছবি : ইন্টারনেট

মায়ের কাছে নতুন খেলনার বায়না ধরি আমরা। নতুন নতুন খেলনা পেতে কার না ভালো লাগে? আচ্ছা কেমন হয় যদি মা-বাবাকে চমকে দিয়ে তুমি নিজেই বানিয়ে ফেলো নিজের খেলনা? ভাবছ, তা কী করে সম্ভব? আজ চলো খুব সহজেই বানানো যায় এমন একটি খেলনা বানানোই শেখা যাক-

বাসায় তো মাঝেমধ্যেই ওয়ান টাইম ইউজ প্লেট আনা হয়। কাজ শেষে তা ফেলেও দেওয়া হয়। সে প্লেটগুলোকেই কাজে লাগাতে পার তুমি। কথা না বাড়িয়ে চলো জেনে নিই কী করে ফেলনা প্লেট দিয়ে বানিয়ে ফেলতে পার রঙিন মাছ-

যা যা লাগবে-

● ওয়ান টাইম ইউজ প্লেট ● রঙিন কাগজ ● কাঁচি ● আঠা ● রং

যেভাবে বানাবে-

ধাপ ১- প্লেটটিকে তোমার পছন্দের রঙে রাঙিয়ে নাও। রং শুকানোর অপেক্ষা কর। এ সময়ে রঙিন কাগজগুলোকে হাত দিয়ে ছোট ছোট অংশে ছিঁড়ে রাখ।

ধাপ ২- কেঁচির সাহায্যে মাছের মুখের অংশে কোণাকুণি করে কেটে নাও। সাবধানে কাজটি করবে যেন হাত না কেটে যায়।

ধাপ ৩- কাটা অংশটি আঠার সঙ্গে জুড়ে দাও মাছের লেজ হিসেবে।

ধাপ ৪- সাদা আর কালো রঙে এঁকে দাও মাছের চোখ।

ধাপ ৫- আঠার সাহায্যে ধীরে ধীরে রঙিন কাগজগুলো নিজের ইচ্ছামতো আটকে দাও মাছের শরীরে। এগুলোই হলো মাছের আঁশ।

শুকিয়ে গেলেই দেখবে কী দারুণ মাছ বানিয়ে ফেলেছ তুমি! তবে দেরি না করে ঝটপট কাজে নেমে পড়।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড