• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

যক্ষ্মায় শীর্ষ সাতে বাংলাদেশ

  স্বাস্থ্য ডেস্ক

১৯ অক্টোবর ২০১৯, ১৫:৫৩
যক্ষ্মা
যক্ষ্মায় শীর্ষে ভারত, সাতে বাংলাদেশ (ছবি : সংগৃহীত)

এখনো বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হচ্ছে যক্ষ্মা। যে কারও যক্ষ্মা হতে পারে। মাদকাসক্তি, ধূমপান, বার্ধক্য, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও অপুষ্টি যক্ষ্মার ঝুঁকি বাড়ায়। এছাড়া যারা যক্ষ্মা রোগীর কাছাকাছি থাকেন, এমন ব্যক্তি, চিকিৎসক, নার্স বা সেবাকারী পরিবারের সদস্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি। পুরো বিশ্বে প্রায় এক কোটি মানুষ যক্ষ্মায় ভুগছেন। সাম্প্রতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে এমনটাই জানা গেছে। যক্ষ্মা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে ভারত। এ তালিকায় বাংলাদেশ আছে সাতে।

বৃহস্পতিবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে ভারতে নথিভুক্ত যক্ষ্মা রোগীর সংখ্যা ২৬ দশমিক ৯ লাখ। দ্বিতীয় স্থানে বয়েছে চীন। তিনে রয়েছে ইন্দোনেশিয়া। চারে আছে ফিলিপিন্স। পঞ্চম স্থানে আছে পাকিস্তান। ছয়ে আছে নাইজেরিয়া। বাংলাদেশ আছে সাতে। আটে দক্ষিণ আফ্রিকা (৩ শতাংশ)।

ডব্লিউএইচওয়ের এই রিপোর্টে বলা হয়েছে, ২০১৭ সালে পুরো বিশ্বে ১৬ লাখ মানুষ যক্ষ্মায় মারা যায়। আর ২০১৮ সালে ১৫ লাখ মানুষ যক্ষ্মায় মারা গেছে। বিশ্বে মৃত্যুর নিরীখে প্রথম দশে যে রোগগুলো রয়েছে। এর মধ্যে যক্ষ্মা অন্যতম একটি।

ওডি/টিএএফ

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড