• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

৩২ কিলোমিটার দূর থেকেই হৃদপিণ্ডের সফল অস্ত্রোপচার

  স্বাস্থ্য ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৫৬
অস্ত্রোপচার
ছবি : প্রতীকী

চিকিৎসাবিজ্ঞানে রোবট ব্যবহার খুব একটা পুরাতন নয়। ২০১৭ সালে রোবটের মাধ্যমে সফল অস্ত্রোপচারের খবর পাওয়া যায়। এই সফলতার তালিকায় যুক্ত হলো আরেকটি অর্জন। এবার হৃদরোগের মতো সমস্যায় অস্ত্রোপচার করল রোবট। আর সেটি পরিচালনা করা হয়েছে প্রায় ২০ মাইল দূর থেকে।

একজন হৃদরোগ বিশেষজ্ঞ ২০ মাইল দূর থেকে সফলভাবে এই অস্ত্রোপচার পরিচালনা করেছেন। জানা যায়, গত বুধবার (১১ সেপ্টেম্বর) ভারতের আহমেদাবাদের অ্যাপেক্স হার্ট ইনস্টিটিউটে রোগীর অস্ত্রোপচার সম্পন্ন করে কোরপাথ জিআরএক্স নামে একটি রোবট চিকিৎসক। আর তা পরিচালনা করেন দেশটির গুজরাটের হৃদরোগ বিশেষজ্ঞ তেজাস প্যাটেল। তবে সেখানে থেকে নয় বরং ৩২ কিলোমিটার দূরের গান্ধীনগরের অক্ষরধাম মন্দির থেকে কম্পিউটারের সাহায্যে এই কাজটি করেন তিনি।

চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে দূর থেকে রোবটের মাধ্যমে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করা এটিই প্রথম। অপারেশনের পুরো প্রক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন ডা. প্যাটেল। চিকিৎসকদের জার্নাল ইক্লিনিক্যালমেডিসিনে প্রকাশিত হয়েছে এটি। সেখান থেকে জানা যায় ধমনির প্রায় ৯০ শতাংশ ‘ব্লক’ নিয়ে অ্যাপেক্স হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন একজন মধ্যবয়স্ক নারী।

রোগীর রক্ত চলাচল বন্ধ হওয়ার উপক্রম হলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এই অস্ত্রোপচার পরিচালনার দায়িত্বে ছিলেন হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ তেজাস প্যাটেল। তিনি সিদ্ধান্ত নেন এ কাজে তার গবেষণাধীন কোরপাথ জিআরএক্স রোবটটি ব্যবহার করবেন।

রোবটটির নির্মান করেছে কোরিনডাস নামক একটি প্রতিষ্ঠান। অস্ত্রোপচারের সফলতা নিয়ে প্যাটেল বলেন, এই টেলিরোবটিকসের মাধ্যমে প্রত্যন্ত গ্রাম থেকে রোগীকে না এনে সফলভাবে অস্ত্রোপচার করা সম্ভব। যার ফলে গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থা উন্নত হবে।

ওডি/এনএম

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড