• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আলঝেইমার্স রোগীর খাবার খেতে সমস্যা হলে কী করবেন?

  সাদিয়া ইসলাম বৃষ্টি

২৩ আগস্ট ২০১৯, ০৮:৩৫
আলঝেইমার্স
ছবি : প্রতীকী

বয়স বাড়ার সাথে সাথে আমাদের মুখের ভেতরের অংশ অনেক বেশি শুষ্ক হয়ে পড়ে। একইসাথে আমাদের স্বাদ নেওয়ার ক্ষমতা অনেকটা পরিবর্তিত হয়। ফলে, আমরা আর আগের মতো খাবার খেতে পারি না। এই সমস্যাগুলো আলঝেইমার্সের কারণেও হয়ে থাকে।

এই রোগে আক্রান্ত ব্যক্তি খাবার খেতে ও পানি পান করতে পারেন না। খাবার চিবানো এবং পানি গিলে নেওয়ার মতো স্বাভাবিক কাজগুলো তারা করতে পারেন না। ফলে, একটা সময় তারা অনেক বেশি ওজন হারান। আবার কখনো কখনো পানিশূন্যতায়ও ভোগেন। এই ব্যাপারটি আপনার পরিচিত কোনো মানুষের সাথেও কি হচ্ছে? তাহলে এ ব্যাপারে বিস্তারিত জেনে নিন এখুনি-

ডিহাইড্রেশন হচ্ছে বুঝবেন কীভাবে?

পরিমাণমতো পানি পান না করার কারণে আলঝেইমার্সে আক্রান্তরা ডিহাইড্রেশনে ভুগে থাকেন। এ সময় তাদের মধ্যে নিচের লক্ষণগুলো দেখা দেয়-

● মুখ শুষ্ক হয়ে যাওয়া ● আট ঘণ্টা বা তার চাইতেও বেশি সময় ধরে প্রস্রাব না করা ● চোখ খোলা রাখতে না পারা ● প্রতি মিনিটে ১০০ বারের বেশি হৃদস্পন্দন হওয়া ● অতিরিক্ত দুর্বলতা ● অনেক বেশি দ্বিধায় থাকা ● কথা বলতে না পারা ● গাঢ় বাদামি রঙের প্রস্রাব হওয়া

সাধারণত, আলঝেইমার্সে আক্রান্ত ব্যক্তি নিজে পানিশূন্যতার ব্যাপারে বুঝতে পারবেন না। এক্ষেত্রে, নিচের লক্ষণগুলো চারপাশের মানুষকে এ ব্যাপারে বুঝতে ও চিকিৎসকের সাহায্য নিতে সাহায্য করে।

প্রিয়জনকে খাওয়ার ব্যাপারে সাহায্য করবেন কীভাবে?

পানি না হয় পান করানো গেল। কিন্তু, আলঝেইমার্সে আক্রান্ত ব্যক্তিকে খাওয়াবেন কীভাবে? এ সময়, সাধারণত আক্রান্তরা খেতে চান না কারণ-

● তারা খাবার পছন্দ করেন না ● তারা খাবার খেতে গেলে ব্যথাবোধ করেন ● খেতে অনেক সময় লাগে ● খাবার গিলে ফেলতে তারা ভুলে যান ● খাবার গিলে ফেলার জন্য কাজ করা পেশিগুলো আর কাজ করে না ইত্যাদি

এক্ষেত্রে তাদের-

১। খাবার খাওয়ানোর আগে তাদের অন্তত ৩০ মিনিট বিশ্রাম নেওয়ার সুযোগ দিন। শারীরিকভাবে কর্মক্ষম থাকলেই খাবার খেতে দিন। ২। তারা যেন সোজাভাবে বসে থাকে তা নিশ্চিত করুন। ৩। খাওয়ানোর সময় তাড়াহুড়ো না করে তাদেরকে সময় দিন। অল্প করে খাওয়ান এবং কিছুক্ষণ পরপর খাওয়ার ব্যাপারে মনে করিয়ে দিন। ৪। খাওয়ার সময় যেন চারপাশে শব্দ খুব কম থাকে তা নিশ্চিত করুন। ৫। খাবারের ধরন প্রয়োজনে পাল্টে ফেলুন। আক্রান্ত ব্যক্তি যেটা পছন্দ করছেন সেটাই তাকে খেতে দিন। ৬। আঠালো খাবার খেতে দেওয়া থেকে বিরত থাকুন। ৭। আক্রান্ত ব্যক্তির দাঁত পরিষ্কার করে দিন। ৮। তাকে অল্প অল্প করে পানি পান করান। ৯। দিনে অনেকবার একটু একটু করে খাবার খাওয়ান।

কখন চিকিৎসকের সাথে কথা বলবেন?

যদি আপনার পরিচিত মানুষটির সাথে নিচের সমস্যাগুলো হতে দেখেন, তাহলে দ্রুত চিকিৎসকের সাথে কথা বলুন-

● জ্ঞান হারানো ● স্বাভাবিকভাবে নিঃশ্বাস না নেওয়া ● নিঃশ্বাস নেওয়ার সময় তারা অনেক বেশি সমস্যা বোধ করছেন ● ১০১ ফারেনহাইটের বেশি জ্বর থাকা ● কাঁপতে থাকা ● রক্তচাপ, শরীরের তাপমাত্রা ইত্যাদি ঠিক না থাকা ● খাবার খাওয়ার পর তাদের গলা দিয়ে অস্বাভাবিক শব্দ বের হওয়া

ইত্যাদি সমস্যাগুলো দেখা দিলে তাকে নিয়ে চিকিৎসকের কাছে যান। যথাযথ চিকিৎসা নিন।

তবে যদি আক্রান্ত ব্যক্তির মধ্যে-

● খাবার খাওয়ার সময় ব্যথাবোধ ● হঠাৎ করে গলার স্বর বদলে যাওয়া ● খাবার মুখ থেকে ফেলে দেওয়া ● অতিরিক্ত কফ ● জিভের উপরে বা নিচে খাবার জমিয়ে রাখা ● খাবার খেতে খেতে ঘুমিয়ে যাওয়া ● খাবার খেতে ৩০ মিনিটের বেশি সময় নেওয়া

খাবার বা পানীয় নাকে চলে যাওয়া বা ফুসফুসে চলে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয়, তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসককে জানান। এ সময় যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের সাহায্য নেওয়াটাই ভালো।

আলঝেইমার্স রোগী বা বয়স্কদের ক্ষেত্রে এমন সমস্যা দেখা দিতেই পারে। তবে এ সময় তাদের পাশে থাকুন। আপনাকে তাদের খুব বেশি দরকার। চেষ্টা করুন এই দরকারটা যতটা সম্ভব পূরণ করতে। আর পরবর্তী ব্যাপারগুলো দেখার জন্য চিকিৎসক তো রয়েছেই।

সূত্র- ওয়েবএমডি।

ওডি/এনএম

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড