• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

অবহেলায় কিডনি হারাচ্ছেন না তো?

  স্বাস্থ্য ডেস্ক

১৫ আগস্ট ২০১৯, ২২:৪৫
কিডনি
কিডনি রোগ হলে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়। (ছবি : সংগৃহীত)

কিডনি হলো মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। এই অঙ্গটিতে কোনো সমস্যা দেখা দিলে শরীরে একেক পর এক জটিলতার সৃষ্টি হতে পারে। কিডনির সমস্যাকে সাধারণত বলা হয়ে থাকে নীরব ঘাতক । কিডনি রোগের উপসর্গ আগে থেকে খুব একটা দেখা যায় না। ধীরে ধীরে ভেতর থেকে কিডনি নষ্ট হয়ে যেতে পারে আপনার অজান্তেই। তবে কিছু কিছু লক্ষণ আছে যা দেখে সতর্ক হওয়া যায় কিডনি রোগ হওয়ার আগেই। চলুন জেনে নেওয়া যাক সেগুলো সম্পর্কে।

অনেকেরই হঠাৎ করে মুখ এবং চোখের আশপাশ অস্বাভাবিকভাবে ফুলে উঠতে পারে। এমন ঘটনা ঘটলে সতর্ক হতে হবে। কেননা কিডনির সমস্যা থাকলে এ ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। কিডনির সমস্যা হতে পারে এমন আরেকটি লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাবের বেগ অনুভূত হওয়া। কিডনি সঠিকভাবে কাজ না করলে এমনটা হতে পারে। এছাড়া মূত্রথলিতে সংক্রমণ এবং প্রস্রাবের জ্বালাপোড়া থেকেও কিডনি রোগের লক্ষণ বোঝা যায়। তাই এক্ষেত্রেও সাবধান হওয়া উচিত।

শরীরের বিভিন্ন অংশের পেশিতে ঘন ঘন অস্বাভাবিক রকম টান অনুভূত হলে সতর্ক হতে হবে। এই টান থেকে অনেক সময় খিঁচুনি পর্যন্ত হতে পারে। বেশিরভাগ কিডনি রোগীরই এমন লক্ষণ প্রকাশ পেয়ে থাকে। কিডনি বিকল হয়ে শরীরের ক্ষতিকর পদার্থগুলো জমে ত্বক শুষ্ক হয়ে পড়ে। এমন অবস্থায় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে যত দ্রুত সম্ভব।

অনেকেরই হুটহাট পিঠে বিশেষ করে কোমরের একটু উপরে ব্যথা অনুভূত হয়। কিছুদিন পরপর এই ব্যথা ঘন ঘন দেখা দেয়। এমনটা ঘটলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। কিডনিতে সমস্যা থাকলে এমনটা ঘটতে পারে।

এসব ছাড়াও, গোড়ালি বা পায়ের পাতা ফুলে যাওয়া, প্রস্রাবের সাথে রক্ত, রক্তচাপের দ্রুত ওঠানামা, অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে পড়া, অল্পতেই হাঁপিয়ে ওঠা, শ্বাস-প্রশ্বাসের কষ্ট হওয়ায় কিডনি রোগের কারণ। তাই এসব সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন।

ওডি/এসএম

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড