• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নানা পুষ্টিগুণে ভরপুর সজনে

  স্বাস্থ্য কথা ডেস্ক

২৫ মার্চ ২০১৯, ১৫:০৫
সজনে
ছবি : সংগৃহীত

বর্তমানে একটি সহজলভ্য সবজি সজনে ডাঁটা। এটি পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। এর পাতারও রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। সজনে পাতা ভর্তা কিংবা ভাজি খেতে বেশ সুস্বাদু। কেন খাবেন সজনে? কী কী উপকারিতা মিলবে এ সবজি খেলে? চলুন জেনে নিই- রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি-

সজনে পাতায় থাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি। এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পাশাপাশি ত্বক রাখে ভালো।

হাড় রাখে সুরক্ষিত-

ক্যালসিয়াম ও প্রোটিনের মতো উপকারী উপাদানগুলোর উৎস হলো সজনে পাতা। এটি দেহের হাড় সুরক্ষিত রাখে। সে সঙ্গে দাঁত রাখে মজবুত। নিয়মিত সজনে পাতা খেলে বিভিন্ন রোগ থেকে দূরে থাকা যায়।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা-

সজনে পাতাতে থাকা একটি উল্লেখযোগ্য উপাদান হলো পটাশিয়াম। এটি দেহের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। সে সঙ্গে হৃদপিণ্ড রাখে সুরক্ষিত।

সজনে ডাঁটার ঝোল বা ডাল রান্না করে খেতে পারেন। সে সঙ্গে সজনে পাতা ভর্তি বা ভাজি তো আছেই। এতে মিলবে এসব উপকারিতা।

ওডি/এনএম

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড