• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিয়মিত দুটি খেজুর খাবেন যে কারণে

  স্বাস্থ্য কথা ডেস্ক

২৩ মার্চ ২০১৯, ১৫:৪৮
খেজুর
নিয়মিত খেজুর খেলে কর্মদক্ষতা বৃদ্ধি পায় (ছবি : ইন্টারনেট)

সহজলভ্য একটি ফল খেজুর। বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্রতিদিন ২টি খেজুর খেলে মিলবে বেশ কিছু সুফল। কী সেগুলো? চলুন জেনে নেওয়া যাক-

● খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে।

● মিষ্টি ফল হলেও এটি রক্তে শর্করার পরিমাণ বাড়ায় না। এতে থাকা ফাইবার খাবার ধীরে ধীরে হজম হতে সাহায্য করে। তাই ডায়েটে থাকলেও খেজুর খেতে পারেন।

● খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে। পাশাপাশি এটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

● নিয়মিত খেজুর খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। মনের উৎকণ্ঠা দূর করতেও সাহায্য করে এটি।

● খেজুর হৃদপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। এটি রক্তপ্রবাহের গতি সঞ্চার করতে সাহায্য করে।

● এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত খেজুর খেলে কমে যায় ক্যানসারের ঝুঁকি।

সূত্র : হিউম্যান এণ্ড রিসার্স।

ওডি/এনএম

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড