• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

যথাসময়ে চিকিৎসা ও সচেতন হলে বাত রোগ নিয়ন্ত্রণ সম্ভব : অধ্যাপক নজরুল

  অধিকার ডেস্ক    ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৯

বাত ব্যথা বিষয়ে বক্তব্য রাখছেন অধ্যাপক নজরুল ইসলাম

যথাসময়ে চিকিৎসা, সঠিক পরিচর্যা ও সচেতন হলে বাত ব্যথা নিয়ন্ত্রণ করা সম্ভব। যদিও এর চিকিৎসা দীর্ঘদিন ধরে নিতে হয়। তাই ধৈর্য ধারণ করে রোগিদের চিকিৎসা চালিয়ে যেতে হবে।

কোমর ও বাত ব্যাথায় আক্রান্ত রোগিদের নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) মডার্ন ওয়ান স্টপ আর্থ্রারাইটিস কেয়ার এন্ড রিসার্চ সেন্টার ও প্রফেসর নজরুল রিউমেটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ এ অনুষ্ঠানের আয়োজন করে।

গাজীপুরের কালিয়াকৈরের শিল্পী কুঞ্জে দিনভর এই অনুষ্ঠানে বাত ব্যথায় আক্রান্ত রোগিরা তাদের সমস্যা নিয়ে কথা বলেন।

প্রফেসর নজরুল ইসলাম বলেন, বাংলাদেশে দুই থেকে তিন ভাগ নারী পুরুষ কোমর ও বাত ব্যথায় ভুগছে। কিন্তু পরিতাপের বিষয় যথাসময়ে চিকিৎসা ও সচেতনতার অভাবে এই রোগে আক্রান্ত অনেকে কর্মহীন হয়ে পড়ে। যা দেশের জন্যও ক্ষতিকর।

যথাসময়ে চিকিৎসা ও সচেতন হলে বাত ব্যথা নিয়ন্ত্রণ করা সম্ভব এমন আশা ব্যক্ত করে তিনি বলেন, ‘ডাক্তার ও রোগি হলো আত্মার আত্মীয়। আমরা এই বিশ্বাস তৈরী করতে চাই। রোগিদের রোগের কথা ভুলিয়ে দিতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব আনোয়ারা বেগম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) মো. আবদুস সোবহান, বিসিএসআইআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. পিজুস কান্তি বিশ্বাস প্রমুখ।

ওডি/ এজেড

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড