• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দীর্ঘ সময় বসে থাকলে বাড়ে মৃত্যুঝুঁকি!

  অধিকার ডেস্ক    ১৭ জানুয়ারি ২০১৯, ১১:৩৫

বসে থাকা
ছবি : প্রতীকী

ডেস্ক জব মানেই দীর্ঘসময় বসে কাজ করা, আড্ডা? সেখানেও বসে থাকা। আপনি কি দীর্ঘ সময় বসে কাটান? তবে জেনে রাখুন নিজের বিপদ নিজের ডাকছেন। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, ৩ ঘণ্টার বেশি টানা বসে থাকলে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, ক্যানসারসহ বিভিন্ন রোগের সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ। এমনকি হতে পারে মৃত্যুও।

বিশেষজ্ঞরা জানান, দিনে টানা ৩ ঘণ্টা বসে থাকলেই হবে বিপদ। সারা বিশ্বে প্রতিবছর যত মানুষের মৃত্যু হয়, তার ৪ শতাংশর মৃত্যুর কারণ হলো দীর্ঘসময় বসে থাকা। আর সংখ্যার হিসেবে যা দাঁড়ায় ৪ লাখ ৩৩ হাজার। এমন মারাত্মক তথ্যই উঠে এসেছে স্পেনের সান জর্জ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এক সমীক্ষায়।

গবেষকরা বলছেন, খুব কম বিরতিতে একভাবে বসে কাজ করলে, টিভি দেখলে কিংবা কম্পিউটারে কাজ করলে ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায় ৯০ শতাংশ। পাশাপাশি হৃদরোগের ঝুঁকি বাড়ে ৫০ শতাংশ।

দীর্ঘসময় বসে থাকলে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ে ৫৪ শতাংশ, জরায়ু ক্যানসারের সম্ভাবনা বাড়ে ৬৬ শতাংশ ও কোলন ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় ৩০ শাতাংশ।

তাই দীর্ঘ সময়ে বসে থাকার অভ্যাস থাকলে আজই তা বাদ দিন।

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড