• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বের সেরা ১৫ হাসপাতাল

  অধিকার ডেস্ক    ১০ জানুয়ারি ২০১৯, ১০:১২

ক্লিভল্যান্ড ক্লিনিক
ক্লিভল্যান্ড ক্লিনিক, যুক্তরাষ্ট্র (ছবি : সংগৃহীত)

চিকিৎসার ক্ষেত্রে ভালো একটি হাসপাতালের ঠিকানা খোঁজেন সবাই? সবচেয়ে ভালো হাসপাতালের নাম কী? সম্প্রতি বিশ্বের সেরা ১৫টি হাসপাতালের তালিকা প্রকাশ করেছে র‍্যাংকিং ওয়েব অব হসপিটালস।

এই তালিকাতে থাকা বেশিরভাগ হাসপাতলই যুক্তরাষ্ট্রে অবস্থিত। চলুন তবে তালিকায় থাকা হাসপাতালগুলোর নাম জেনে নিই-

১. ক্লিভল্যান্ড ক্লিনিক, যুক্তরাষ্ট্র।

২. সেন্ট জুডস চিল্ড্রেন রিসার্চ হসপিটাল, যুক্তরাষ্ট্র।

৩. জন হপকিন্স মেডিসিন, যুক্তরাষ্ট্র।

৪. মায়ো ক্লিনিক রচেস্টার অ্যান্ড স্কটসডেল, যুক্তরাষ্ট্র।

৫. ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিকেল সেন্টার, যুক্তরাষ্ট।

৬. এমডি অ্যান্ডারসন ক্যানসার সেন্টার, যুক্তরাষ্ট্র।

৭. ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল, যুক্তরাষ্ট্র।

৮. অ্যাসিসতঁ পুবলিক ওপিতঁ দে পাঁরি, ফ্রান্স।

৯. মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টার, যুক্তরাষ্ট্র।

১০. নিউ ইয়র্ক প্রেসবাইটারিয়ান, লোয়ার ম্যানহ্যাটন হসপিটাল, যুক্তরাষ্ট্র।

১১. প্রভিডেন্স হেল্থ অ্যান্ড সার্ভিসেস, যুক্তরাষ্ট্র।

১২. ডিয়ার’স হেড হসপিটাল সেন্টার, যুক্তরাষ্ট্র।

১৩. বুদ্ধিস্ট সু চি জেনারেল হসপিটাল, তাইওয়ান।

১৪. বেথ ইসরায়েল ডিকোনেস মেডিক্যাল সেন্টার, যুক্তরাষ্ট্র।

১৫. তাইপে ভেটারেন্স জেনারেল হসপিটাল, তাইওয়ান।

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড