• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কোলন ক্যানসারের লক্ষণগুলো জানেন কী?

  অধিকার ডেস্ক    ১৩ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৪

কোলন ক্যানসার
ছবি : সংগৃহীত

সাধারণত নারীদের তুলনায় পুরুষরা কোলন ক্যানসারে বেশি আক্রান্ত হয়ে থাকেন। বয়স ৫০ এর বেশি, এমন মানুষের এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। অতিরিক্ত মাংস খাওয়ার অভ্যাস, খাদ্যতালিকায় আঁশজাতীয় খাবার না রাখা, ধূমপান ও মদ্যপানের অভ্যাস— ইত্যাদি কারণে এই ক্যানসারের সম্ভাবনা বৃদ্ধি পায়।

বৃহদান্ত্রের কোষগুলো যখন অস্বাভাবিক হারে বৃদ্ধি পায় তখন শুরু হয় কোলন ক্যানসারের। বিশেষ করে অন্ত্রে দীর্ঘস্থায়ী কোন অংশের বৃদ্ধি হওয়া এ রোগের অন্যতম লক্ষণ।

কোলন ক্যানসার কী?

পরিবেশ বা বংশগত প্রভাবের কারণে যদি মলাশয়ের মিউকোসাল এপিথেলিয়ামের টিউমারটি ম্যালিগন্যান্ট টিউমারে পরিণত হয়, তবে তাকে কোলন বা মলাশয়ের ক্যানসার বলে। এটি সাধারণত মলাশয় এবং মলদ্বারের সংযোগস্থানে হয়ে থাকে।

কিছু লক্ষণ রয়েছে যা জানান দেয় শরীরে বাসা বাঁধছে কোলন ক্যানসার। আসুন লক্ষণগুলো জেনে নিই-

কোষ্ঠকাঠিন্য সমস্যা-

দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য কিংবা ডায়রিয়া সমস্যার ভুগলে সচেতন হোন। এগুলো কোলন ক্যানসারের প্রাথমিক লক্ষণ। এছাড়া ক্যানসারের আক্রমণের ফেলে তীব্র পেট ব্যথা হয়ে থাকে। মাঝেমধ্যে রক্তস্বল্পতা সমস্যাও দেখা দিতে পারে।

আকস্মিক ওজন হ্রাস-

বিনা ডায়েট কিংবা অসুস্থতার পরও যদি হুট করেই আপনার ওজন কমে যেতে থাকে তবে সচেতন হোন। এটি কোলন ক্যানসারের উপসর্গ।

মলের সঙ্গে রক্ত যাওয়া-

মলের সঙ্গে রক্ত গেলে কখনই অবহেলা করবেন না। অনেকসময় এর পাশাপাশি রোগীর বমিভাবও হতে পারে।

স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক চর্চা, মদ্যপানের অভ্যাস ত্যাগ করা ও মাংস খাওয়ার ওপর নিয়ন্ত্রণ আনার মাধ্যমে এ রোগের সম্ভাবনা কমিয়ে আনা সম্ভব।

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড