• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

শিশুর কান ব্যথা হলে করণীয়

  অধিকার ডেস্ক

১৪ আগস্ট ২০২০, ১২:৪২
কান
কান (ছবি : সংগৃহীত)

শিশুরা বেশি কানব্যথায় ভোগে। বেশিরভাগ ব্যথার জন্য দায়ী ইনফেকশন। দুই বছরের কম বয়সের শিশুরা এ সমস্যায় বেশি ভোগে।

কানে ব্যথা কেন হয়?

ঠাণ্ডা লাগলে বা সর্দি-কাশি থেকে নাক এবং কানের সংযোগ টিউব ব্লক থেকে পর্দার ভেতরের দিকে তরল পদার্থ জমা হয়। এ সময় পর্দা ফুলে ওঠে ও ব্যথা হয়।

এ ছাড়া কানের ভেতরে ময়লা ঢুকে বন্ধ হয়ে গেলেও ব্যথা হতে পারে। শিশুরা নিজের যত্ন নিতে পারে না বলে তাদের কানে ময়লা জমে। আর এ থেকে তাদের সমস্যা হয়। তাই মা-বাবার তাদের প্রতি যত্নশীল হতে হবে। আর কানের পর্দার বাইরে এয়ার ক্যানেলে সংক্রমণ হলে ব্যথা হয়, যাকে অটাইটিস এক্সটার্না বলে।

আর কানের ভেতরে ফোঁড়া বা লোমের গোড়ায় ইনফেকশন হলে কানে প্রচুর ব্যথা হয়, যাকে ফারানকুলোসিস বলে। আর কানের পর্দা ফেটে গেলেও ব্যথা হয়।

গলাব্যথা বা টনসিলের ইনফেকশন হলে অথবা দাঁতে ব্যথা হলে ও ঠাণ্ডা লাগলে ব্যথা হতে পারে।

চিকিৎসা

শিশু কানের ব্যথায় অস্থির হলে, ঘাড় শক্ত হলে, ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়লে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে পারে। আর ওষুধ খাওয়ালেও চিকিৎসকের পরামর্শ নিন।

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড