• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার ছোবলে জবি শিক্ষার্থী

  ক্যাম্পাস ডেস্ক

০৮ এপ্রিল ২০২০, ০১:০৩
জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) (ছবি : সংগৃহীত)

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থী প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) পরীক্ষার পর তার করোনা পজিটিভ বলে নিশ্চিত করা হয়।

এর আগে সোমবার (৬ এপ্রিল) ওই শিক্ষার্থী ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) হটলাইনে ফোন দিলে তাকে আইইডিসিআরে নেওয়া হয়।

ওই শিক্ষার্থী জানান, গত এক সপ্তাহ ধরে তার জ্বর ও মাথা ব্যথা ছিল। বুধবার (৮ এপ্রিল) তাকে আইসোলেশনে নেওয়া হবে।

আরও পড়ুন: ‘শুধু কলোজিরা ও মধু খেয়েই করোনাযুদ্ধে জয়ী হয়েছি’

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মীজানুর রহমান বলেন, আমরা সার্বক্ষণিক তার খোঁজ-খবর নিচ্ছি। বুধবার তাকে আইইডিসিআর কর্তৃপক্ষ আইসোলেশনে নিয়ে যাবে, তার পরিবারকেও হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আমরা বলেছি, যে কোনো সহযোগিতায় আমাদের জানাতে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাকে সবধরনের সহযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ওডি

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড