• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

করোনার চিকিৎসায় কার্যকরী ২টি ওষুধ

  নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২০, ০৮:০২
করোনা ভাইরাস
করোনা ভাইরাস (ছবি : ফাইল ফটো)

করোনা ভাইরাস আক্রান্ত পজিটিভ রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ায় ব্যবহৃত হাইড্রক্সিক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন গ্রুপের ওষুধ ভালো কাজ করে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।

ওষুধ প্রশাসন অধিদপ্তর বলেছে, করোনা ভাইরাস পজিটিভ রোগীদের শরীরে এ ওষুধ প্রয়োগ করে ভালো ফল পাওয়া যাচ্ছে।

আমেরিকার সরকারি রোগ নিয়ন্ত্রণ বিভাগের গবেষণার তথ্য দিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানিয়েছেন, দেশে এ গ্রুপের ওষুধ এখন মজুদ আছে। যা করোনার চিকিৎসায় সিএমএইচ ও স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া হবে। কিন্তু কেউ এই ওষুধ বাজারজাত করতে পারবে না এবং এ ওষুধ যত্রতত্র ব্যবহারের প্রয়োজন নেই। করোনা পজিটিভ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ ওষুধ গ্রহণ করতে হবে।

তিনি আরও জানিয়েছেন, দেশে ২০ হাজার রোগীকে চিকিৎসা দেওয়ার মতো ওষুধ তাদের কাছে মজুদ আছে।

আরও পড়ুন : কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত, অস্ত্র ও গুলি উদ্ধার

যুক্তরাষ্ট্র, ইরান, চীনসহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমিত ব্যক্তিদের ওপর এ জাতীয় ওষুধ প্রয়োগ করে ভালো ফল পাওয়া গেছে।

ওডি/এএসএল

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড