• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

অর্ধেকের বেশি রোগবালাইয়ের যম ‘রসুন’

  স্বাস্থ্য ডেস্ক

২৯ জানুয়ারি ২০২০, ১০:২৬
রসুন
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রসুন (ছবি- ইন্টারনেট)

বিশেষজ্ঞদের মতে রোজ সকালে এক কোয়া রসুন খেলে অর্ধেকের বেশি রোগবালাই দূর হয়ে যাবে। সত্যিই কি এত উপকারী এই মশলাটি? কি হয় রোজ রসুন খেলে?

রক্তচাপ নিয়ন্ত্রণ

অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই মশলাটি রক্ত পরিশুদ্ধ রাখতে সাহায্য করে। এটি রক্তে উপস্থিত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। আর তাই রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে।

বাজে টক্সিন দূর করা

শরীরকে ডিটক্সিফাই করে রসুন। রোজ সকালে খালিপেটে এক কোয়া রসুন খেলে সারা রাত ধরে চলা বিপাক প্রক্রিয়ার কাজ উন্নত হয়। এতে শরীরের দূষিত টক্সিন মূত্রের মাধ্যমে সহজে বেরিয়ে যায়।

ঠান্ডা দূর করা

যাদের প্রায়ই ঠান্ডা লাগে তাদের জন্য খালিপেটে এক কোয়া রসুন খাওয়া খুব উপকারী। একটানা দুই সপ্তাহ রসুন খেলে ঠান্ডা লাগার প্রবণতা কমে যায়।

হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ

হার্টের রোগীদের জন্য রসুন বেশ কার্যকর। এটি হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ ও হৃদপেশির দেওয়ালে চাপ কমাতে কাজ করে।

আরও পড়ুন : যেসব সমস্যায় ব্যবহার করতে পারেন অ্যাপেল সিডার ভিনেগার

হজম সমস্যার সমাধান

যকৃত ও মূত্রাশয়কে নিজের কাজ করতে সাহায্য করে রসুন। এছাড়া এটি পেটের গোলমাল ঠেকাতে, হজমের সমস্যা দূর করতেও বিশেষ ভূমিকা রাখে।

ভাইরাসজনিত রোগ প্রতিরোধ

বিভিন্ন ভাইরাস ও সংক্রমণজনিত রোগ- যেমন ব্রংকাইটিস, নিউমোনিয়া, হাঁপানি, হুপিং কাশি ইত্যাদি প্রতিরোধে রসুনের ভূমিকা অত্যধিক।

এছাড়াও মানসিক চাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন এক কোয়া রসুন।

ওডি/এনএম

স্বাস্থ্য-ভোগান্তি, নতুন পরিচিত অসুস্থতার কথা জানাতে অথবা চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পেতেই-মেইলকরুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার পরামর্শ দেবার প্রচেষ্টা থাকবে আমাদের।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড