• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেড় হাজার ফুট পতাকা নিয়ে সমর্থকদের শোভাযাত্রা 

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে গরু-ছাগল জবাই করে ভুঁড়িভোজের ঘোষণা

  কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা

২২ নভেম্বর ২০২২, ১৪:৫২
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে গরু-ছাগল জবাই করে ভুঁড়িভোজের ঘোষণা
আর্জেন্টিনার দেড় হাজার ফুট পতাকা নিয়ে শোভাযাত্রা করছেন সমর্থকরা (ছবি : অধিকার)

এবার দেড় হাজার ফুট আর্জেন্টিনার পতাকা নিয়ে শোভাযাত্রা করেছে চুয়াডাঙ্গার হাজারো আর্জেন্টিনা সমর্থক। তারা নেচে-গেয়ে চলতি কাতার বিশ্বকাপকে স্বাগত জানিয়েছেন। এবারের বিশ্বকাপ উঠবে মেসিদের হাতে- এমন প্রত্যয় সবার কণ্ঠে।

সমর্থকরা বলছেন- মরুর বুক থেকে জয় ছিনিয়ে আনতে পারলে তা চুয়াডাঙ্গার মাটিতে বিশালভাবে উদযাপন হবে। এ জন্য গরু-ছাগল জবাই করে ভুঁড়িভোজ আয়োজনের ঘোষণা দিয়েছেন তারা।

গতকাল সোমবার দুপুর ৪টা থেকে গায়ে সাদা আকাশি জার্সি জড়িয়ে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে জড়ো হতে থাকে আর্জেন্টিনা সমর্থকরা। কারও হাতে পছন্দের দেশটির পতাকা কারও হাতে আবার বাংলাদেশের। সকলের মধ্যেই ব্যাপক উচ্ছ্বাস, উদ্দীপনা। কে বলবে শুধুই সাত সমুদ্র তের নদীর ওপারে জমেছে বিশ্বকাপের মেলা! কাতার বিশ্বকাপের সে হাওয়া বইছে চুয়াডাঙ্গার আকাশেও।

দেড় হাজার ফুটের পতাকা নিয়ে শহরে বের হয় বিশাল র্যালি। ব্যান্ড পার্টি, ফ্ল্যাগ নিয়ে শহর প্রদর্শন করে মেসিভক্তরা। শহীদ হাসান চত্বর হয়ে কোর্টমোড় থেকে রেলবাজার হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় সমর্থকরা বলেন- এর আগেও দুবার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এবার মেসির শেষ বিশ্বকাপ। তার হাতেই উঠবে কাতার বিশ্বকাপের ট্রফি।

জেলা আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুল আদিব জোয়ারদার বলেন, যদি এবার আর্জেন্টিনা কাপ নিতে পারে তাহলে আমরা ৭টি ছাগল ও ১টি গরু জবাই করে ভুঁড়িভোজ করাব। এছাড়া থাকবে আরও নানা চমক।

আর্জেন্টিনার পাড়ভক্তদের এমন পাগলামিতে গা ভাসান নানান বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ফুটবল যেন এক করেছে সবাইকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড