• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গরমে কষ্ট পায় প্রাণীরাও (ছবিতে)

  ফিচার ডেস্ক

০১ জুলাই ২০১৯, ১৪:০৪
উট
গরমে কষ্ট হয় মরুভূমির প্রাণী উটের (ছবি: ডয়েচে ভেলে)

চলছে গ্রীষ্মকাল। গরমের এই তীব্র তাপদাহে মানুষের জীবন যেখানে ওষ্ঠাগত সেখানে প্রাণীকূলের কষ্ট হয় নিদারুণ। বিভিন্ন প্রাণীর এই গরম সহ্য করার ক্ষমতা বিভিন্ন রকম। চলুন জেনে নিই কোন প্রাণী কীভাবে গরমকালে নিজেকে মানিয়ে নেয় প্রকৃতির সাথে।

বিশালদেহী উট

মরুভূমির প্রাণী উট। চরম রোদের তীব্রতায় যেখানে এই এলাকায় একজন মানুষের হাঁটতে কষ্ট হয় সেখানে প্রকৃতির সাথে মানিয়ে চলে বেঁচে থাকতে হয় উটকে। কিন্তু মরুভূমির কতটা তাপমাত্রা সহ্য করতে পারে উট? বিজ্ঞানীদের মতে, মরুভূমির উটেরা ৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত নিজেদের মানিয়ে নিতে পারে। এমন অবস্থায় দু'সপ্তাহ পর্যন্ত পানি না খেয়েও কাটিয়ে দিতে পারে মরুভূমিতে থাকা বিশালদেহী এ প্রাণী!

হাতির সক্ষমতা

গরমে নাভিশ্বাস উঠে অস্থির অবস্থা কিন্তু তৈরি হয় বিশালদেহী হাতির বেলাতেও। গরমে উত্তপ্ত হবার হাত থেকে হাতিকে রক্ষা করতে সহায়তা করে তার চামড়ার ওপরে থাকা ছোট ছোট লোম।

হাতি

গরম থেকে বাঁচার উপায় লুকিয়ে আছে হাতির নিজ শরীরেই (ছবি: ডয়েচে ভেলে)

কান যখন বেঁচে থাকার অবলম্বন

এই যে বাদামি রঙের খরগোশ, গরমে তার বেঁচে থাকার শক্তিটা কী জানেন? তার বড় বড় দুই কান! তার দুই কানই তাকে বাঁচায় গরমের তীব্রতা থেকে। কারণ এই দুই কানের মধ্য দিয়েই তীব্র গরমে শরীরের তাপমাত্রাকে রক্ষা করে খরগোশ। তবে গরম বেড়ে গেলে তারা ছায়ায় থাকতেই ভালোবাসে।

খরগোশ

খরগোশকে গরম থেকে বাঁচায় তার বড় দুই কান (ছবি: ডয়েচে ভেলে)

গরমে যখন আয়েশ

গরমের সময় বেশ আয়েশ করেই গাছের ডালে বসে থাকতে ভালোবাসে কাঠবিড়ালিরা। কারণ এতে তাদের শরীরে শক্তি কম খরচ হয়। তবে এই প্রাণীরা তাদের শরীরে পানি জমিয়ে রাখতে পারে না বলে গরমের সময় জলাশয়ের আশেপাশে থাকতেই ভালোবাসে তারা।

কাঠবিড়ালি

গরমে বেশ আয়েশেই থাকে কাঠবিড়ালিরা (ছবি: ডয়েচে ভেলে)

শুকরের কষ্ট

শুকর নাম প্রাণীটির গায়ে চর্বি একটু বেশি থাকে অন্যান্য প্রাণীর তুলনায়। এ সময় প্রাণীরা গরম থেকে বাঁচতে ঠান্ডা মাটিতে দাপাদাপি করতে ভালোবাসে। এতে অবশ্য একটা কাজ ভালো হয়। তাদের শরীরে চর্বি কমে গিয়ে ওজনও কমে আসে।

শুকর

চর্বিযুক্ত প্রাণি শুকরের গরমে কষ্ট হয় বেশ (ছবি: ডয়েচে ভেলে)

সারসের কসরত

গরমে অস্বস্তিতে পড়ে সারস পাখিও। নিজেদের বড় পাখা মেলে ধরে গরমকে মোকাবিলা করার চেষ্টা করে তারা।

সারস

সারসকে গরম থেকে বাঁচায় তার বড় পাখা (ছবি: ডয়েচে ভেলে)

কুকুরের নাভিশ্বাস

গরম বেশ কাবু করে ফেলে কুকুরকে। গরমের তীব্রতা বেড়ে গেলে খুব দ্রুত শ্বাস ওঠানামা করে তাদের। আর তাই গরমে প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে পড়ে তারা।

কুকুর

গরমে কুকুর পিপাসার্ত হয় বেশি (ছবি: ডয়েচে ভেলে)

প্রতিটি প্রাণীরই গরমে কষ্ট হয়। যদি আপনার সামর্থ্যের মাঝে থাকে তবে তাদের এই গরমে কিছুটা হলেও সাহায্য করার চেষ্টা করবেন।

তথ্যসূত্র: ডয়েচে ভেলে

ওডি/এএন

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড