• শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ৭ আশ্বিন ১৪৩০  |   ২৯ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

ঢাবির ৫৩তম সমাবর্তন 

স্বপ্নপূরণে অনন্তকালের জন্য বাবাকে হারানো সন্তানের আত্মকথন

  আকাশ উর রহমান

৩০ জানুয়ারি ২০২৩, ১৬:১৭
স্বপ্নপূরণে অনন্তকালের জন্য বাবাকে হারনো সন্তানের আত্মকথন

দিনটি ১৯ নভেম্বর ২০২২, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম সমাবর্তন অনুষ্ঠান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য গ্রাজুয়েশন শেষ করা ছেলের সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সুদূর কুষ্টিয়া থেকে ঢাকাতে আগমন একজন আদর্শ বাবার। হ্যাঁ, আমি আমার বাবার কথাই বলছি। আমার বাবা আমার আদর্শ, আমার অনুপ্রেরণা, আমার সুপার হিরো।

ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে যিনি হাজারো ত্যাগ স্বীকার করেছেন। যে মানুষটার হাত ধরেই প্রথম, কুষ্টিয়া সদরের একটি প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া। অতঃপর স্কুল ও কলেজের গণ্ডি পেরিয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।

বটবৃক্ষের মতো ছায়া হয়ে বাবা থেকেছেন সবসময়। অনুপ্রেরণা দিয়েছেন সৎ ও নৈতিক মানুষ হয়ে গড়ে উঠার। সৎ ও বিনয়ী মানুষ হয়ে গড়ে উঠার শিক্ষা আমার বাবা আমাদের শিখিয়েছেন।

বাবার সাথে ছায়া হয়ে সবসময় থেকেছেন আমার মা। দুইজনে হাজারো ত্যাগ স্বীকার করেছেন শুধু সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য এবং হয়েছেন সফল।

আমার বড় বোন স্নাতকোত্তর শেষ করে কলেজের শিক্ষক হিসেবে কর্মরত, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন এবং ছোট ভাই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ২য় বর্ষে অধ্যয়নরত। বাবা-মার দোয়া ও সৃষ্টিকর্তার রহমত ব্যতীত আমাদের এতদূর পৌঁছানো সম্ভব ছিল না। বিশেষ করে আমার বাবার প্রচণ্ড ইচ্ছা, অনুপ্রেরণা ও দিকনির্দেশনা আমাদের সাহস যুগিয়েছে সামনে এগিয়ে যেতে। কিন্তু হঠাৎ নেমে এলো আমাদের জীবনে এক কালো অধ্যায়।

সমাবর্তন শেষ হওয়ার এক মাস পরে ২৪ ডিসেম্বর ২০২২ তারিখে হঠাৎ হার্ট অ্যাটাকে বাবা না ফেরার দেশে চলে গেলেন। আকস্মিকভাবে বাবার এভাবে অনন্তকালের জন্য আমাদের রেখে চলে যাওয়া মেনে নেওয়া কষ্টকর। তবুও সৃষ্টিকর্তা প্রদত্ত মৃত্যু নামক এই কঠিন বাস্তবতা মেনে নিতে হচ্ছে।

মাথার উপর থেকে বটবৃক্ষকে হারিয়ে দীর্ঘশ্বাস নিয়ে চলতে হবে জীবনের পরবর্তী ধাপগুলো। প্রতিটি পদক্ষেপে বাবার শূন্যতা প্রবলভাবে অনুভূত হয়। সন্তানের জন্য বাবা-মায়ের কষ্ট ও ত্যাগের প্রতিদান কখনও দেওয়া সম্ভব নয় এবং বর্ণনা করেও শেষ করা যাবে না।

মহান সৃষ্টিকর্তা পৃথিবীর সকল বাবা-মাকে সুস্থ রাখুন ও ভালো রাখুন। সন্তানের সফলতা সকল বাবা-মাকে দেখার সৌভাগ্য ও ভোগ করার তৌফিক সৃষ্টিকর্তা দান করুন। লেখক : দর্শন বিভাগ, শিক্ষাবর্ষ : ২০১৬-১৭, ঢাকা বিশ্ববিদ্যালয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড