• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

জেনে নিন করোনার নতুন কিছু উপসর্গ সম্পর্কে

  ফিচার ডেস্ক

১৩ জুন ২০২০, ১৩:২৪
উপসর্গ
ছবি : প্রতীকী

করোনাভাইরাস পুরো বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মাঝেই নতুন নতুন কিছু উপসর্গ নিয়ে হাজির হয়েছে। ফলে চিন্তা আরও বেড়েছে।

প্রথম দিকে করোনার উপসর্গ ছিল জ্বর, কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি। সংক্রমণের প্রাথমিক পর্যায়ে এসব লক্ষণ বা উপসর্গ দেখা যেত। তবে সময়ের সাথে সাথে নতুন নতুন আরও কিছু উপসর্গও যুক্ত হয়েছে এর সঙ্গে। সে সব সম্পর্কেও সবার জানা জরুরি।

বিশেষজ্ঞরা জানান, বেশ কিছু নতুন উপসর্গ যুক্ত হয়েছে করোনার সঙ্গে। যেগুলোর মাধ্যমে কিছুটা হলেও অনুমান করা যাবে যে, মানুষটি করোনা আক্রান্ত কি-না। সেগুলো হলো-

১. খাবারে স্বাদ ও গন্ধ থাকে না ২. ঠান্ডার প্রবণতা লক্ষ্য করা যায় ৩. চোখের সমস্যা দেখা দিতে পারে ৪. পেশিতে ব্যথা হতে পারে ৫. গলা ব্যথা হতে পারে ৬. অনেক সময় মাথা ব্যথা থাকতে পারে।

এসব উপসর্গ দেখা দিলে অবশ্যই করোনা পরীক্ষা করা উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা একাধিক করোনা সংক্রমিতকে পরীক্ষা করে এ সিদ্ধান্তে এসেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড