• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এবার করোনা থেকে বাচতে '৭৫ নম্বর' জুতা

  ফিচার ডেস্ক

১৩ জুন ২০২০, ১১:৪৭
করোনা
৭৫ সাইজের জুতা (ছবি : সংগৃহীত)

করোনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে সবচেয়ে জরুরী হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রাখা। কিন্তু বাসে, রাস্তায় তা বজায় রাখা প্রায় অসম্বভ বললেই চলে। এ সমস্যা সমাধানে রোমানিয়ায় বানানো হয়েছে ‘৭৫ নম্বর’ সাইজের এক জুতা। সেটি দেখতে অদ্ভুত হলেও দূরত্ব বজায় রাখতে কার্যকর ভূমিকা পালন করবে।

জানা যায়, রোমানিয়ার এক চর্মকার শারীরিক দূরত্ব বজায় রাখতে বানিয়েছেন ৭৫ নম্বর সাইজের এ জুতা। যা দেখতে খুবই বিদঘুটে। তবে করোনা রুখতে এটি রাস্তা-ঘাটে জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ জুতা পরে মুখোমুখি দাঁড়ালে মিটার দেড়েকের দূরত্ব তৈরি হবে। এ শারীরিক দূরত্বই করোনা থেকে বাঁচতে দরকার।

রোমানিয়ায় তৈরি এ জুতার মাপ ইউরোপিয়ান হিসেবে ৭৫ নম্বর। রোমানিয়ার চর্মকার গ্রেগর লুপ এ জুতা বানিয়েছেন। তিনি দাবি করেন, ‘শারীরিক দূরত্ব এখন খুবই দরকারি। তবে অনেকেই তা রক্ষা করছেন না। অযথাই কাছাকাছি এসে পড়ছেন। তাই এ জুতা তৈরি করেছি।’

দেখতে অদ্ভুত রকমের হলেও ইতোমধ্যেই না-কি এ জুতার বেশ চাহিদা তৈরি হয়েছে। তবে প্রথম দিকে পরে হাঁটতে একটু অসুবিধা হতে পারে। তবে কিছুদিন পরার পরে অবশ্যই অভ্যাস হয়ে যাবে। তখন আর অস্বস্তি বোধ হবে না।

বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিদিনই বাড়ছে সংক্রমণের মাত্রা। তবে ভয় পেয়েও জীবিকার তাগিদে বের হচ্ছে মানুষ। ঘরে বসে থাকলে তারা খাবে কী? তাই সংক্রমণ রোধে নিত্য নতুন উপায় বের করছে মানুষ। তারই ধারাবাহিকতায় এ জুতা নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড