• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

লকডাউনে তাড়াতাড়ি রান্নার সহজ উপায়

  ফিচার ডেস্ক

২৮ মে ২০২০, ১৮:২২
লকডাউনে তাড়াতাড়ি রান্নার সহজ উপায়
লকডাউনে তাড়াতাড়ি রান্নার সহজ উপায়

করোনা ভাইরাসের সংক্রমণের জেরে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে লকডাউন। প্রাণ বাঁচানোর তাগিদে ঘরে বসেই দিন কাটাতে হচ্ছে মানুষদের। হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার আসছে না। ঘরে বসেই চলছে নতুন নতুন রান্না করার পরীক্ষা নিরীক্ষা। এদিকে বেজায় গরম, রান্নাঘরে বেশিক্ষণ কাটানোটা অসম্ভব হয়ে উঠছে। তাই আপনার সুবিধার কথা মাথায় রেখে রান্না ঘরে অল্প সময় কাটিয়ে কীভাবে নিত্য নতুন খাবার বানাবেন তার কিছু টিপস দেওয়া হল।

লকডাউনের সময় এই টিপসগুলির সাহায্যে আপনি অতি সহজে সুস্বাদু রান্না করে ফেলতে পারবেন।

লকডাউনে তাড়াতাড়ি রান্নার আটটি টিপস

১. খাবার বানানোর সম্পূর্ণ প্রক্রিয়াকে তিনটি ভাগে ভাগ করে নিতে পারেন। প্রথমে প্রস্তুতি নিন, তারপর খাবারটা বানিয়ে ফেলুন আর সবশেষে ফিনিসিং-এর কাজ। এতে করে আপনার খাবার বানানোর বিষয়টি একঘেয়ে বলে মনে হবে না, আপনাকে তাড়াহুড়ো করতে হবে না ও তাতে করে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনাও কম হবে।

২. রান্না করার আগে, যে পাত্রে রান্না করবেন সেটা খুব ভালো করে গরম করে নিন, তাতে করে আপনার খাবার পাত্রের গায়ে লেগে যাবে না।

৩. সবজি যাতে তাড়াতাড়ি কাটতে পারেন তার জন্য ছুঁড়ি বা যা দিয়ে আপনি সবজি কাটেন সেই অস্ত্রটিকে ভালো করে ধার দিয়ে নিতে হবে।

৪. কোন রান্নায় কতটা লবণ বা ঝাল দেবেন সেই বিষয়ে যদি আপনি সুনিশ্চিত না হন তাহলে রান্নার সময় অল্প করে লবণ ও ঝাল দেবেন এবং পরে তা স্বাদানুসারে ঠিক করে নেবেন।

৫. কিছু কাজ আগে থেকে গুছিয়ে রেখে আপনি নিজের কাজ সহজ করে নিতে পারেন। যেমন ধরুন আগে থেকেই আদা-রসুনের পেস্ট বানিয়ে রাখলেন। পেঁয়াজ টমেটোর পেস্ট বানিয়ে ফ্রিজে রেখে দিলেন। প্রয়োজনীয় সবজিগুলো আগে থেকে কেটে ফ্রিজে রেখে দিতে পারেন। চাটনি আগে থেকে বানিয়ে রাখলে খাওয়ার সময় অনেক সুবিধা হয়।

৬. তবে ফ্রিজের ব্যবহার অনেক সাবধানে করতে হবে। যে সবজি কেটে রাখছেন সেগুলো ভালো করে প্যাকেট করে রাখুন। পেস্ট বা চাটনি বানিয়ে রাখলে তা খুব ভালো করে ঢেকে রাখবেন। আপনি যদি বাজার থেকে কোনও প্যাকেট করা সবজি বা খাদ্যবস্তু কেনেন তাহলে ব্যবহারের আগে তারিখ ভালো করে দেখে নেবেন।

৭. খাওয়া দাওয়ার পর ব্যবহৃত বাসনগুলো ভালো করে ধুয়ে নেওয়াটা খুবই জরুরি।

৮. স্টক বানানোর পর অবশিষ্ট সবজি বা মাংস ফেলে দেবে না, তা রেখে দিন, পাস্তা বা এই ধরনের খাবার বানানোর সময় এগুলো কাজে লাগাতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড