ফিচার ডেস্ক
ফুল কে না ভালোবাসে? কারও প্রিয় ফুল গোলাপ, কারওবা ভালো লাগে বেলি। কিছু ফুল রয়েছে যা পুড়ো বিশ্বজুড়েই বেশ জনপ্রিয়। এমন কিছু ফুলের সম্পর্কেই চলুন জেনে নেওয়া যাক-
ক্যাননা
বিশ্বের প্রায় সব দেশেই কম বেশি পাওয়া যায় এই ফুলটি। আমাদের দেশে এটি কলাবতী নামে পরিচিত। লাল, হলুদ, কমলা বিভিন্ন রঙের হয় ফুল। বিশ্বের নানা দেশে এর ১৯টিরও বেশি প্রজাতি রয়েছে।
ব্লিডিং হার্ট
ফুলটি দেখতে রক্তাক্ত হার্টের মতো। হৃদয় আকৃতির এ ফুল লাল, গোলাপি ও সাদা রঙা হয়ে থাকে। সাধারণত এপ্রিল ও জুন মাসে এ ফুল বেশি ফোটে।
প্লুমেরিয়া
কাঠগোলাপ তো নিশ্চয়ই চেনেন । তারই ইংরেজি নাম প্লুমেরিয়া। সাধারণত হলুদ আর সাদা রং মেশানো থাকে ফুলে। তবে গোলাপি আভাযুক্ত ফুলও পাওয়া যায়।
গোলাপ
সব দেশেই বেশ সহজলভ্য ফুলের রানি গোলাপ। বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ফুলের তালিকায় রয়েছে ফুলটি। লাল, গোলাপি, সাদা, হলুদ, কমলা, কালোসহ নানা রঙের গোলাপ হয়।
লিলি অব দ্যা ভ্যালি
বাংলায় এ ফুলটিকে ‘উপত্যকার কমল’ বলা হয়। পাহাড়ি উপত্যকায় এটি বেশি জন্মে।
ওরিয়েন্টাল পপি
এই ফুলটি সাদা, গোলাপি ও লাল রঙের হয়ে থাকে। তুরস্কের জনগণের কাছে এই ফুলটি বেশ পছন্দের। জনপ্রিয়তা রয়েছে বিশ্বজুড়ে।
শাপলা
বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। বিশ্বের জনপ্রিয় ফুলগুলোর মধ্যে এটি একটি।
আরও পড়ুন : বিয়ের শুভ বার্তা বয়ে আনে যে ফুল
চেরি ফুল
কেবল চীন বা জাপান নয়, পুরো বিশ্বেই এর অনেক কদর রয়েছে।
টিউলিপ
বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুল এটি। সবচেয়ে বেশি সমাদৃত ইংল্যান্ডে। বেশি পাওয়া যায় এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ ইউরোপে।
আপনার কোনো প্রিয় ফুল কি রয়েছে এই তালিকায়?
ওডি/এনএম
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: [email protected]
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড