• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

মৌলভীবাজারে শীতের প্রকৃতি (ছবিতে)

  নিশীতা মিতু

১৭ জানুয়ারি ২০২০, ১০:৩৫
মৌলভীবাজার
যতই শীত পড়ুক, নিজেদের খাদ্য জোগাড়ে কাজ করে যেতেই হবে; (ছবি- লেখক)

এবার ধীরে ধীরে নয়, হঠাৎ জেঁকে বসল শীত। তার তীব্রতা ভালোই ছড়িয়েছে সিলেট বিভাগের মৌলভীবাজারে। চলছে মাঘ মাস। সকাল বেলা ভারী কুয়াশা আর বেলা করে খানিকটা সূর্যের আলো— এভাবেই কাটছে মৌলভীবাজার বাসীদের।

মৌলভীবাজারের কনকনে শীত ও বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠান্ডা বাতাসের কারণে বেশ শীত অনুভূত হচ্ছে। ভোর থেকে পুরো জেলার আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে। সূর্যের দেখা না মেলায় শীতের তীব্রতাও বেড়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলেও ঠান্ডা বাতাস রয়ে যায়। আবার সন্ধ্যা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এর মাত্রা আরও বেড়ে যায়।

দৈনিক অধিকারের ক্যাম্পাস প্রতিনিধি সাইফুল্লাহ হাসান ক্যামেরা হাতে বেরিয়ে পড়েছিলেন সেখানকার শীতের প্রকৃতির স্থিরচিত্র ধারণ করতে। চলুন দেখে নিই তার লেন্সের দৃষ্টিতে মৌলভীবাজারের শীতের প্রকৃতি-

শীত

শীতের ভোরগুলো যেন কিছুটা ভৌতিক। ঘন কুয়াশার চাদরে মোড়া বনের দৃশ্য তাই বলছে।

শীত

ছবিটি মৌলভীবাজারের ইকোপার্ক থেকে তোলা। পার্কের পথ ধরে হাঁটতে থাকলে এমন কুয়াশা আর সবুজের প্রেম চোখে পড়বে আপনার।

শীত

কুয়াশা কাটিয়ে যখন উঁকি দেয় সূর্যের আলো। আলো আঁধারের এই প্রেমে মুগ্ধ না হয়ে উপায় আছে?

শীত

প্রকৃতি নিজের রূপে সাজায় নিজেকে। এই যেমন মাকড়সার জালের অসম্ভব সুন্দর একটি শৈল্পিক কাজ এটি।

শীত

ফুলের নাম দাঁতরঙা। কেউ কেউ এই বুনোফুলকে বন তেজপাতা ফুল নামেও চেনেন।

শীত

কাজে পিছপা হওয়া চলবে না। পিপীলিকারা হয়তো তা নিয়েই করছে আলোচনা।

শীত

শীতের সকালে এমন শিশির ভেজা মাকড়সার জাল দেখতে পাবেন মাঠে ঘাটে।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড