• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধিকার প্রতিনিধিদের চোখে 'দেশজুড়ে শীত'

  নিশীতা মিতু

০৮ জানুয়ারি ২০২০, ১৭:৫২
শীত
এই শীতে কেবল রাত নয়, দিনেও উষ্ণতার খোঁজ করেছেন মানুষ। তাই দিনের আলোতেও আগুন জ্বেলে তাপ পোহাচ্ছেন। ছবিটি খুলনা থেকে তুলেছেন এম.ডি অসীম। 

এবারের শীতে কম-বেশি হাড় কাঁপছে সবারই। রাজধানী ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। কেমন কাটছে সারাদেশের মানুষগুলোর শীত? এই প্রশ্নের জবাব খুঁজতেই দৈনিক অধিকারের প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষী দল ক্যামেরা হাতে নেমে পড়েছিল পথে। তাদের লেন্সের দৃষ্টিতে সাম্প্রতিক সময়ের শীতের হালচিত্রতে চলুন চোখ বুলানো যাক-

শীত

কুয়াশার চাদরে ঢাকা শীতের সকাল। কিছু হাত দূরেই যেন অদৃশ্য সবকিছু। পুরো দেশেই এমন চিত্র খুব চেনা এখন। ছবিটি তুলেছেন রেজওয়ানুর রহমান।

শীত

শীতের তীব্রতা যতই হোক, খেটে খাওয়া মানুষগুলোর কোনো ছুটি নেই। তাই তো মাটি মাথায় কাজ করে যাচ্ছেন এই শ্রমিক। রেজওয়ানুর রহমানের তোলা ছবিটি।

শীত

শীতের সকালে পাঁকা রাস্তার নির্মাণ শ্রমিকদের পিচ গলানো চুলায় নিজেদের শীত নিবারণের চেষ্টা। নড়াইল থেকে ছবিটি তুলেছেন শিমুল হাসান।

শীত

মাছের ভাড় নিয়ে শীতের সকালে ছুটছেন জেলে। মৌলভীবাজারের হাইল হাওর থেকে ছবিটি তুলেছেন প্রিতম পাল।

শীত

কুয়াশা ছেড়ে উঁকি দিয়েছে সূর্য। আর তাই ধান নিয়ে কাজে নেমে পড়েছে কৃষকরা। ছবিটি রেজওয়ানুর রহমানের তোলা।

শীত

ঘন কুয়াশায় দুপুরেও খুলনার গ্রামের জনপথে থাকে অন্ধকার। এম.ডি অসীমের ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য।

শীত

আইন বা উপায় থাকলেও থাকে না তার বাস্তবিক ব্যবহার। এই ছবিটি যেন তারই প্রমাণ।

শীত

একে তো শীত, তার ওপর হঠাৎ বৃষ্টি। টানা শৈত্যপ্রবাহে বিপাকে ঠাকুরগাঁওয়ের বোরো চাষিরা। ছবিটি তুলেছেন আল মামুন জীবন।

শীত

দরিদ্র মানুষগুলোর কাছে শীত হচ্ছে পিঠা বিক্রি করে কিছু অর্থ আয়ের সময়। পথের ধারে পিঠা বানানোর পসরা নিয়ে বসেছেন একজন নারী। ছবিটি শিমুল হাসানের ক্যামেরায় ধারণ করা।

শীত

প্রচণ্ড শৈত্য প্রবাহে জর্জরিত মানুষ। কিছুটা শীত দূর করতে আগুনই ভরসা। মুজিবনগর থেকে ছবিটি তুলেছেন শাকিল রেজা।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড