• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

মঙ্গলের শস্য প্রয়োজন মেটাবে পৃথিবীর

  ভিন্ন খবর ডেস্ক

২৩ অক্টোবর ২০১৯, ১৭:৫৪
টমেটো
টমেটো (ছবি : সংগৃহীত)

পৃথিবীর পর এবার মঙ্গলের মাটিতেও পুষ্টিকর টমেটো, পেঁয়াজসহ বিভিন্ন ফসল ফলছে। ইতোমধ্যে মঙ্গল গ্রহের মাটিতে নানান ধরনের ফসল ফলিয়ে দেখিয়েছে বিজ্ঞানীরা।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) গবেষকরা জানিয়েছেন, মঙ্গল গ্রহ থেকে আনা মাটি দিয়ে চাষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলের মাটি আনার পর বাগানে শাক সবজি চাষ করা হয়। পরীক্ষামূলকভাবে চাষ করা ১০টি শস্যের মধ্যে নয়টি শস্যের ফলনই ভালো হয়েছে।

গবেষকরা বলেছেন, মঙ্গলের মাটি চাষাবাদের জন্য যথেষ্ট উপযোগী।

নেদারল্যান্ডের ওয়াজেনিঙ্গেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চের গবেষকরা জানান, পৃথিবীতে ফসল উৎপাদন না হলে, ভবিষ্যতে মঙ্গল গ্রহে উৎপন্ন ফসল পৃথিবীতে এনে প্রয়োজন মেটানো হবে। সেই লক্ষ্য নিয়েই গবেষণা করা হচ্ছে।

মঙ্গলের মাটিতে প্রথমে টমেটো চাষ করা হয়, সেখানে দেখা যায় টমেটোর ফলন ভালো হয়েছে। বেশি জায়গায় চাষাবাদের পরিকল্পনা নিয়ে এখনো গবেষণার কাজটি চলছে।

ওডি/টিএএফ

আপনার চোখে পড়া অথবা জানা অন্যরকম অথবা ভিন্ন স্বাদের খবরগুলোও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাই সরাসরি দৈনিক অধিকারকে জানাতে ই-মেইল করুন- [email protected] আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড